খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘প্রিপারেশন ফর অ্যাক্রেডিটেশন অ্যাপ্লিকেশন এন্ড ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ শীর্ষক কর্মশালা আজ ০৬ মার্চ (বৃহস্পতিবার) আইকিউএসির প্রশিক্ষণ কক্ষে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল বৈশ্বিক উচ্চশিক্ষা সংক্রান্ত পরিবর্তনের সাথে খাপখাইয়ে নেওয়া এবং বাংলাদেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক মর্যাদাক্রমের উপযোগী ও মানসম্মত করে তোলার লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করে। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়সমূহকে অ্যাক্রেডিটেশন প্রদানের কার্যক্রম শুরু করলে খুলনা বিশ্ববিদ্যালয় প্রোগ্রাম-লেভেল অ্যাক্রেডিটেশন এর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহের প্রোগ্রাম লেভেল অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করে।
নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ রেজাউল করিম (বর্তমান উপাচার্য) এর সভাপতিত্বে উক্ত কমিটি একটি রোডম্যাপ তৈরি করে ও গোটা কর্মযজ্ঞকে এগিয়ে নেওয়ার জন্য একটি প্রতিবেদন দাখিল করে, যাতে তিনটি গ্রুপে খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনসমূহকে অ্যাক্রেডিটেশনের প্রস্তুতি গ্রহণের লক্ষ্যে ভাগ করা হয়। আজ সেই প্রথম গ্রুপের ১০টি ডিসিপ্লিনের প্রধান, কমিটির সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট স্কুলের ডিনবৃন্দের উপস্থিতিতে অ্যাক্রেডিটেশনের জন্য ‘ইন্টেন্ট টু অ্যাপ্লাই’ আবেদনপত্রে স্বাক্ষর করা হয়।
কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ রেজাউল করিম, ট্রেজারার প্রফেসর ড. মোঃ নূরুন্নবী, আইকিউএসির প্রাক্তন পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার, বর্তমান পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজুর রহমান, নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিনের প্রফেসর ড. মোঃ জাকির হোসেন, আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ সালাউদ্দীন, প্রফেসর ড. মোঃ ওয়াসিউল ইসলাম ও প্রফেসর ড. মোঃ তৌহিদুর রহমান।
কর্মশালায় অংশগ্রহণকারী ডিসিপ্লিনগুলো হলো- এগ্রোটেকনোলজি, স্থাপত্য, বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং, ব্যবসায় প্রশাসন, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, অর্থনীতি, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি, আইন, গণিত এবং নগর ও গ্রামীণ পরিকল্পনা ডিসিপ্লিন। এ ডিসিপ্লিনগুলো আগামী এক বছরের মধ্যে অ্যাক্রেডিটেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ ও সংকলন শেষে অ্যাক্রেডিটেশনের জন্য আবেদন করবে।