ঈদযাত্রায় লঞ্চে অনিয়ম করলেই গ্রেপ্তার

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ০৩:০১:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • ৭০৯ বার পড়া হয়েছে
লঞ্চের সিরিয়াল ব্রেক করা যাবে না, যদি কেউ এটা করে তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ঈদুল ফিতরে নৌপথের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা শেষে ব্রিফিংয়ে এসব বলেন নৌ উপদেষ্টা। তিনি বলেন, ১৫ রমজান থেকে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো লঞ্চ মালিক ভাড়া নেবেন না। প্রত্যেক লঞ্চে একজন করে কমান্ডার আর তিনজন করে আনসার থাকবে।

যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৫ রমজান থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও কড়া নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।

তিনি জানান, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এ ব্যাপারে নৌ বাহিনীকে বলা আছে। প্রয়োজনে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া আছে নৌ পুলিশকে। লঞ্চ ঘাটের ভিড় কমাতে হবে। যারা ঘাট ইজারা নেবেন তাদেরকে মনিটর করা হবে।

নৌ উপদেষ্টা আরও বলেন, যারা লঞ্চে যাতায়াত করে তারা অতি সাধারণ মানুষ। তাদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। যা যা সিদ্ধান্ত হয়েছে যারা এগুলো মানবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা মনিটরিং করতে উপদেষ্টা হিসেবে সদরঘাট যাবো আমি। ঈদে ভাড়া নিয়ে যে সিদ্ধান্ত হয় এগুলো আগে মানা হয়নি। কিন্তু এখন মানতে হবে। এসব দেখতে কোস্টগার্ড, পুলিশ এবং নেভি থাকবে দায়িত্বে।

উপদেষ্টা আরও জানান, ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলতে পারবে না। যেসব লঞ্চ মালিক নির্ধারিত ভাড়ার বেশি নেবেন তাদের রুট পারমিট বাতিল করা হবে বলেও স্পষ্ট জানান তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ঈদযাত্রায় লঞ্চে অনিয়ম করলেই গ্রেপ্তার

আপডেট সময় : ০৩:০১:০০ অপরাহ্ণ, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
লঞ্চের সিরিয়াল ব্রেক করা যাবে না, যদি কেউ এটা করে তার বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) ঈদুল ফিতরে নৌপথের যাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রস্তুতি সভা শেষে ব্রিফিংয়ে এসব বলেন নৌ উপদেষ্টা। তিনি বলেন, ১৫ রমজান থেকে নির্ধারিত ভাড়ার বাইরে কোনো লঞ্চ মালিক ভাড়া নেবেন না। প্রত্যেক লঞ্চে একজন করে কমান্ডার আর তিনজন করে আনসার থাকবে।

যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ১৫ রমজান থেকে গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত রাস্তা যানজট মুক্ত রাখারও কড়া নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান উপদেষ্টা।

তিনি জানান, অতিরিক্ত যাত্রী বহন করা যাবে না। এ ব্যাপারে নৌ বাহিনীকে বলা আছে। প্রয়োজনে গ্রেপ্তারের ক্ষমতা দেয়া আছে নৌ পুলিশকে। লঞ্চ ঘাটের ভিড় কমাতে হবে। যারা ঘাট ইজারা নেবেন তাদেরকে মনিটর করা হবে।

নৌ উপদেষ্টা আরও বলেন, যারা লঞ্চে যাতায়াত করে তারা অতি সাধারণ মানুষ। তাদের হয়রানি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। যা যা সিদ্ধান্ত হয়েছে যারা এগুলো মানবে না তাদেরকে আইনের আওতায় আনা হবে।

তিনি জানান, যে সিদ্ধান্ত নেয়া হয়েছে তা সঠিকভাবে পালন করা হচ্ছে কিনা তা মনিটরিং করতে উপদেষ্টা হিসেবে সদরঘাট যাবো আমি। ঈদে ভাড়া নিয়ে যে সিদ্ধান্ত হয় এগুলো আগে মানা হয়নি। কিন্তু এখন মানতে হবে। এসব দেখতে কোস্টগার্ড, পুলিশ এবং নেভি থাকবে দায়িত্বে।

উপদেষ্টা আরও জানান, ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলতে পারবে না। যেসব লঞ্চ মালিক নির্ধারিত ভাড়ার বেশি নেবেন তাদের রুট পারমিট বাতিল করা হবে বলেও স্পষ্ট জানান তিনি।