শিরোনাম :
Logo সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান Logo জীবননগরের উথলীতে আবারও রেললাইনে ফাটল, তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল Logo Alpha connect day প্রতিযোগিতায় দেশসেরা জাককানইবির আশরাফুল ইসলাম Logo চাঁদপুর জেলা পুলিশের সফল অভিযান; গত ৩ মাসে ১০৩ জন কিশোর গ্যাং ও ডাকাত আটক Logo শেরপুরে ৫ দফা দাবিতে মউশিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান Logo চাঁদপুরে গণঅধিকার পরিষদের আলোচনা ও ইফতার মাহফিল Logo ইসবগুল যেভাবে খেলে বেশি উপকার মেলে Logo জিহ্বা দেখেই বুঝে নিন শরীরে কোন রোগ বাসা বেঁধেছে Logo ঈদ উদযাপনে পুরনো ঐতিহ্য ফিরিয়ে আনার ঘোষণা আসিফ মাহমুদ এর Logo মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রে এলো জাহাজভর্তি মাটিমিশ্রিত কয়লার চালান

হুয়েই মেট ৯ প্রো চীনে অবমুক্ত – আছে ৫.৫ ইঞ্চি !

  • আপডেট সময় : ১১:০৩:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬
  • ৭৬৪ বার পড়া হয়েছে

হুয়েই মেট ৯ প্রো চীনে অবমুক্ত – আছে ৫.৫ ইঞ্চি কিউএইচডি ডুয়েল এজ কার্ভড ডিসপ্লে ও অ্যানড্রয়েড ৭.০ !

এতোদিন যা ছিল গুজবে এখন তা সত্যে রূপ পেল! অবশেষে আলোচিত হুয়েই মেট ৯ নামের ফ্ল্যাগশীপ ফোনটি সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে জানা গেছে। গতকাল চীনে স্ট্যান্ডার্ড ভার্সনের সাথে মেট ৯ প্রো’ ফোনটি অবমুক্ত করেছে হুয়েই। এ সপ্তাহেই এই দুটি ফোন বাজারে কিনতে পাওয়া যাবে। অন্যদিকে পোর্সে ডিজাইন মেট ৯ বাজারে আসবে ডিসেম্বর মাসের মাঝামাঝি।

স্ট্যান্ডার্ড মেট ৯ এ আছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি (১০৮০ পিক্সেল) ডিসপ্লে। আর মেট ৯ প্রো তে আছে একটু ছোট ডিসপ্লে – উন্নততর কোয়াড এইচডি (২৫৬০ * ১৪৪০ পিক্সেল) রেজ্যুলুশনযুক্ত ৫.৫ ইঞ্চির ডুয়েল এজ কার্ভড ডিসপ্লে। মেট ৯ এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফোন সেটের পেছন ভাগে যুক্ত করা হলেও মেট ৯ প্রোতে তা সামনে হোম বাটনের নিচে চলে এসেছে। এতে করে অনেক ব্যবহারকারী ডিভাইসটি ব্যবহারে তুলনামূলক বেশি সাচ্ছন্দ্য বোধ করবেন। অন্যান্য বৈশিষ্ট্যগুলি মূল ফোনটির মতোই থাকবে। অর্থাৎ এতে থাকছে কিরিন ৯৬০ চিপসেট, ডুয়েল-ক্যামেরা সেটআপ, একই মানের র‌্যাম ও একই আকারের ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি। তবে ডিসপ্লে আকারে কিছুটা ছোট হলেও মেট ৯ প্রো’র মূল্য মেট ৯ এর চেয়ে বেশি পড়ছে।

হুয়েই জানিয়েছে যে, চীনে ৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি সংরক্ষণ ক্ষমতার হুয়েই মেট ৯ প্রো ৬৮৫ ডলার দামে এবং ৬জিবি র‌্যাম ও ১২৮ জিবি সংরক্ষণ ক্ষমতার সেটটি ৭৭৫ ডলার দামে বিক্রি করা হবে। অবশ্য আগে আমরা যে ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি সংরক্ষণ ক্ষমতার সংস্করণটির কথা শুনেছিলাম, যার দাম জানা গিয়েছিল ৮৩৫ ডলার, সেই সংস্করণের বিষয়ে হুয়েই তাদের এবারের ঘোষণায় কিছু জানায়নি।

হুয়েই আরো যা জানায়নি তা হলো এ ডিভাইসগুলো কবে নাগাদ চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে পাওয়া যাবে। তাই বলা যাচ্ছে না ফোনগুলি আগামী মাসগুলোতে অন্য কোন দেশে পাওয়ার কোন সম্ভাবনা আছে কি না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনাবাহিনী সব সময় জুলাই আন্দোলনে আহতদের পাশে থাকবে : সেনাপ্রধান

হুয়েই মেট ৯ প্রো চীনে অবমুক্ত – আছে ৫.৫ ইঞ্চি !

আপডেট সময় : ১১:০৩:৩১ পূর্বাহ্ণ, শনিবার, ১৭ ডিসেম্বর ২০১৬

হুয়েই মেট ৯ প্রো চীনে অবমুক্ত – আছে ৫.৫ ইঞ্চি কিউএইচডি ডুয়েল এজ কার্ভড ডিসপ্লে ও অ্যানড্রয়েড ৭.০ !

এতোদিন যা ছিল গুজবে এখন তা সত্যে রূপ পেল! অবশেষে আলোচিত হুয়েই মেট ৯ নামের ফ্ল্যাগশীপ ফোনটি সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে জানা গেছে। গতকাল চীনে স্ট্যান্ডার্ড ভার্সনের সাথে মেট ৯ প্রো’ ফোনটি অবমুক্ত করেছে হুয়েই। এ সপ্তাহেই এই দুটি ফোন বাজারে কিনতে পাওয়া যাবে। অন্যদিকে পোর্সে ডিজাইন মেট ৯ বাজারে আসবে ডিসেম্বর মাসের মাঝামাঝি।

স্ট্যান্ডার্ড মেট ৯ এ আছে ৫.৯ ইঞ্চির ফুল এইচডি (১০৮০ পিক্সেল) ডিসপ্লে। আর মেট ৯ প্রো তে আছে একটু ছোট ডিসপ্লে – উন্নততর কোয়াড এইচডি (২৫৬০ * ১৪৪০ পিক্সেল) রেজ্যুলুশনযুক্ত ৫.৫ ইঞ্চির ডুয়েল এজ কার্ভড ডিসপ্লে। মেট ৯ এর ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি ফোন সেটের পেছন ভাগে যুক্ত করা হলেও মেট ৯ প্রোতে তা সামনে হোম বাটনের নিচে চলে এসেছে। এতে করে অনেক ব্যবহারকারী ডিভাইসটি ব্যবহারে তুলনামূলক বেশি সাচ্ছন্দ্য বোধ করবেন। অন্যান্য বৈশিষ্ট্যগুলি মূল ফোনটির মতোই থাকবে। অর্থাৎ এতে থাকছে কিরিন ৯৬০ চিপসেট, ডুয়েল-ক্যামেরা সেটআপ, একই মানের র‌্যাম ও একই আকারের ৪০০০ মিলিঅ্যাম্পিয়ারআওয়ার ব্যাটারি। তবে ডিসপ্লে আকারে কিছুটা ছোট হলেও মেট ৯ প্রো’র মূল্য মেট ৯ এর চেয়ে বেশি পড়ছে।

হুয়েই জানিয়েছে যে, চীনে ৪জিবি র‌্যাম ও ৬৪ জিবি সংরক্ষণ ক্ষমতার হুয়েই মেট ৯ প্রো ৬৮৫ ডলার দামে এবং ৬জিবি র‌্যাম ও ১২৮ জিবি সংরক্ষণ ক্ষমতার সেটটি ৭৭৫ ডলার দামে বিক্রি করা হবে। অবশ্য আগে আমরা যে ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি সংরক্ষণ ক্ষমতার সংস্করণটির কথা শুনেছিলাম, যার দাম জানা গিয়েছিল ৮৩৫ ডলার, সেই সংস্করণের বিষয়ে হুয়েই তাদের এবারের ঘোষণায় কিছু জানায়নি।

হুয়েই আরো যা জানায়নি তা হলো এ ডিভাইসগুলো কবে নাগাদ চীনের বাইরে বিশ্বের অন্যান্য দেশে পাওয়া যাবে। তাই বলা যাচ্ছে না ফোনগুলি আগামী মাসগুলোতে অন্য কোন দেশে পাওয়ার কোন সম্ভাবনা আছে কি না।