যশোরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্রী নিহত !

  • আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬
  • ৭৭২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

যশোরে ট্রাকচাপায় দুই কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকাল তিনটার দিকে যশোর শহরের বকচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের আজিজুর রহমানের মেয়ে পপি পারভীন (২৫) ও একই গ্রামের নূর মোহাম্মদ গাজীর মেয়ে রুমেছা খাতুন (২০)।

এর মধ্যে পপি পারভীন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্রী এবং রুমেছা খাতুন মণিরামপুর মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম জানান, প্রতিবেশি চাচা নাসির উদ্দিনের সঙ্গে যশোর বোর্ডে কাজে এসেছিলেন পপি ও রুমেছা খাতুন। কাজ শেষে বিকালে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। পথে শহরের বকচর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

যশোরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্রী নিহত !

আপডেট সময় : ১২:৩৯:৫২ অপরাহ্ণ, বুধবার, ২৮ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

যশোরে ট্রাকচাপায় দুই কলেজছাত্রী নিহত হয়েছেন। সোমবার বিকাল তিনটার দিকে যশোর শহরের বকচর এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় অপর একজন আহত হয়েছেন। তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মণিরামপুর উপজেলার দত্তকোনা গ্রামের আজিজুর রহমানের মেয়ে পপি পারভীন (২৫) ও একই গ্রামের নূর মোহাম্মদ গাজীর মেয়ে রুমেছা খাতুন (২০)।

এর মধ্যে পপি পারভীন যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের ছাত্রী এবং রুমেছা খাতুন মণিরামপুর মহিলা কলেজের অর্থনীতি বিভাগের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।

যশোর কোতয়ালি থানার উপ-পরিদর্শক তারিকুল ইসলাম জানান, প্রতিবেশি চাচা নাসির উদ্দিনের সঙ্গে যশোর বোর্ডে কাজে এসেছিলেন পপি ও রুমেছা খাতুন। কাজ শেষে বিকালে মোটরসাইকেলে তারা বাড়ি ফিরছিলেন। পথে শহরের বকচর এলাকায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে এ হতাহতের ঘটনা ঘটে।