আমিনুর রহমান নয়ন:
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে আবারও রেললাইনে ফাইল দেখা দিয়েছে। তবে স্বাভাবিক রয়েছে ট্রেন চলাচল। রবিবার বিকালে উথলী ঘোড়ামারা রেলগেট এলাকায় এই ফাটল দেখা দেয়। রেললাইনের জোড়ার মুখের ঝালাই খুলে যাওয়ায় এই ফাটল সৃষ্টি হয়েছে। জায়গাটি তুলনামূলক নিচু হওয়ায় এর আগেও ওই এলাকায় রেললাইনে একাধিকবার ফাটল দেখা গিয়েছে।
রেললাইনে ফাইল দেখতে পেয়ে স্থানীয়রা রেলের লোকজনকে জানালে রেললাইনের ওপর লাল পতাকা টাঙিয়ে খুলনা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী ১৫ আপ মহানন্দা মেইল ট্রেনকে ঘটনাস্থলের নিকট থামিয়ে দেওয়া হয়। ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনটি। পরে ফাটলের ওপর দিয়েই ট্রেনটি ধীরগতিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়। পরে শুরু করা হয় রেললাইন মেরামতের কাজ। পরবর্তীতে একইভাবে ধীরগতিতে ঘটনাস্থল অতিক্রম করে খুলনাগামী নকশিকাঁথা কমিউটার, কপোতাক্ষ এক্সপ্রেস ও রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস।
বাংলাদেশ রেলওয়ে চুয়াডাঙ্গার সহকারী নির্বাহী প্রকৌশলী চাঁদ আহমেদ জানান, চুয়াডাঙ্গার উথলীতে রেল লাইনের জোড়ার মুখে ফাটল দেখা গেছে। রেললাইনে জোড়ার মুখগুলো ঝালাই করা থাকে। সেখান থেকে ফাটল সৃষ্টি হতে পারে। মেরামতের জন্য ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। ট্রেন এখন ধীর গতিতে চলাচল করছে।
মেরামতের পর ট্রেনগুলো স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবে। উথলী রেলওয়ে স্টেশনের কর্তব্যরত মাস্টার সুদেব বড়ুয়া জানান, রবিবার বিকাল ৪টা ২০ মিনিটের দিকে রেললাইনে ফাটল সৃষ্টি হওয়ার খবর পাওয়া যায়। দ্রুত কাজ শুরু করে সন্ধ্যা ৭টার দিকে মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, গত বছরের ১৬ই জানুয়ারি দুপুর ১২টার দিকে উথলী ঘোড়ামারা রেলগেট এলাকায় রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় লাইনে ফাটল দেখতে পান এক ব্যক্তি। খবর পেয়ে রেলের লোকজন ফেটে যাওয়া স্থান মেরামত করেন। পরে স্বাভাবিক হয় ট্রেন চলাচল। আজ রবিবার বিকালে প্রায় একই স্থানে আবারও ফাটল দেখা যায়।