শিরোনাম :
Logo ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার Logo বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ভারতে আটক ৪৪৮ জন Logo ফ্রান্সে ভয়াবহ দাবানল, আহত শতাধিক মানুষ Logo জমি বিরোধকে কেন্দ্র করে যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা Logo বীরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টারে অনিয়ম, ৬০ হাজার টাকা জরিমানা Logo দিনমজুরি করেও স্বপ্ন দেখেছে আইনজীবী হওয়ার, পাঁচ বিশ্ববিদ্যালয় চান্স পেয়ে আইন বিভাগে ভর্তি হলেও পড়ালেখার ভবিষ্যৎ টাকার অভাবে অনিশ্চিৎ Logo কুবিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উদযাপনের দায়িত্বে বঙ্গবন্ধু পরিষদের নেতাকর্মীরা! Logo মাদরাসা শিক্ষা ব্যবস্থার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে: ধর্ম উপদেষ্টা Logo সুপারস্টার ডি এ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের আয়োজনে ঈদ পুনর্মিলনী” শিশু শিল্পী টুনটুনির জন্মদিন উদযাপন Logo রাবিতে ডাইনিং সংকটসহ ৫ দফা দাবিতে গণতান্ত্রিক ছাত্র জোটের

Alpha connect day প্রতিযোগিতায় দেশসেরা জাককানইবির আশরাফুল ইসলাম

‘SONY ‘ আয়োজিত Alpha connect day প্রতিযোগিতায় Country Winner হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের।

শনিবার ২২ শে মার্চ ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়া এই তিনটি দেশে আয়োজিত এ প্রতিযোগিতা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এই দুইটি ক্যাটাগরিতে বিভক্ত ছিলো।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ফটোগ্রাফির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লতিফ হোসেন ,তানভীর মুরাদ তপু এবং শফিকুল আলম কিরন।

এটি মূলত একদিনের থিম বেইজস কন্টটেস্ট। গত ৪ মার্চ ২০২৫ তারিখে সবাইকে রেজিষ্ট্রেশনের আহবান জানানোর মাধ্যমে প্রতিযোগিতাটি শুরু হয়৷ তারপর গত ২২ শে মার্চ সকালে সকল প্রতিযোগিদের একটি নির্দিষ্ট থিম দেওয়া হয় যেটি ছিলো- everydays hero : victory এবং ফটোগ্রাফারদের ৪ ঘন্টা সময় দেওয়া হয় এই থিমের উপর কাজ করতে।
নির্দিষ্ট সময় শেষে প্রতিযোগিদের জমা দেওয়া কাজ থেকে বিচারকরা তিনটি দেশ থেকে আলাদাভাবে ‘ক্রিয়েটিভ লুকস’ক্যাটাগরিতে একজন বিজয়ী এবং ‘নন ক্রিয়েটিভ লুকস’ থেকে একজন বিজয়ী ও একজন রানার্স-আপ হিসেবে নির্বাচন করেন।

আশরাফুল ইসলাম জুবায়েরের ছবি তোলার যাত্রা শুরু হয় ২০২১ সাল থেকে। তখন শখের বশে টুকটাক ছবি তুলতেন৷ ধীরে ধীরে তার শখ পরিণত হয় তার নেশায়! একাডেমিক পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফিকেও নিত্যসঙ্গী হিসেবে নিয়েছেন তিনি। তার ইচ্ছা পড়ালেখা শেষ করে তিনি চাকরী বা ব্যবসা যেটাই করেন না কেন, তার নিজের ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য, খুশির জন্য এবং পরিশেষে নিজের জন্য ছবি তিনি তুলে যেতে চান সবসময়।

উল্লেখ্য যে আগেও তিনি নানা আন্তর্জাতিক এবং জাতীয় পুরষ্কার পেয়েছেন।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় আগ্নেয়াস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার

Alpha connect day প্রতিযোগিতায় দেশসেরা জাককানইবির আশরাফুল ইসলাম

আপডেট সময় : ০৯:১৪:০১ অপরাহ্ণ, রবিবার, ২৩ মার্চ ২০২৫

‘SONY ‘ আয়োজিত Alpha connect day প্রতিযোগিতায় Country Winner হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম জুবায়ের।

শনিবার ২২ শে মার্চ ঢাকায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং কম্বোডিয়া এই তিনটি দেশে আয়োজিত এ প্রতিযোগিতা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি এই দুইটি ক্যাটাগরিতে বিভক্ত ছিলো।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ফটোগ্রাফির বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লতিফ হোসেন ,তানভীর মুরাদ তপু এবং শফিকুল আলম কিরন।

এটি মূলত একদিনের থিম বেইজস কন্টটেস্ট। গত ৪ মার্চ ২০২৫ তারিখে সবাইকে রেজিষ্ট্রেশনের আহবান জানানোর মাধ্যমে প্রতিযোগিতাটি শুরু হয়৷ তারপর গত ২২ শে মার্চ সকালে সকল প্রতিযোগিদের একটি নির্দিষ্ট থিম দেওয়া হয় যেটি ছিলো- everydays hero : victory এবং ফটোগ্রাফারদের ৪ ঘন্টা সময় দেওয়া হয় এই থিমের উপর কাজ করতে।
নির্দিষ্ট সময় শেষে প্রতিযোগিদের জমা দেওয়া কাজ থেকে বিচারকরা তিনটি দেশ থেকে আলাদাভাবে ‘ক্রিয়েটিভ লুকস’ক্যাটাগরিতে একজন বিজয়ী এবং ‘নন ক্রিয়েটিভ লুকস’ থেকে একজন বিজয়ী ও একজন রানার্স-আপ হিসেবে নির্বাচন করেন।

আশরাফুল ইসলাম জুবায়েরের ছবি তোলার যাত্রা শুরু হয় ২০২১ সাল থেকে। তখন শখের বশে টুকটাক ছবি তুলতেন৷ ধীরে ধীরে তার শখ পরিণত হয় তার নেশায়! একাডেমিক পড়াশোনার পাশাপাশি ফটোগ্রাফিকেও নিত্যসঙ্গী হিসেবে নিয়েছেন তিনি। তার ইচ্ছা পড়ালেখা শেষ করে তিনি চাকরী বা ব্যবসা যেটাই করেন না কেন, তার নিজের ভালো লাগার জন্য, ভালোবাসার জন্য, খুশির জন্য এবং পরিশেষে নিজের জন্য ছবি তিনি তুলে যেতে চান সবসময়।

উল্লেখ্য যে আগেও তিনি নানা আন্তর্জাতিক এবং জাতীয় পুরষ্কার পেয়েছেন।