বুধবার (১৫ জানুয়ারি) বাদ ফজর রওজা মোবারক জিয়ারত ও আখেরি মোনাজাতের মাধ্যমে বাৎসরিক ওরছ উদযাপিত হয়েছে। মোনাজাতে তামাম জাহানের সমস্ত আলী-আল্লাহ, গাউছ কুতুব, নজীব, নুজবা, নকশা,আখইয়ার,আবদাল,আওতাদদের হুজুরে সওয়াব পৌছানো হয়।
এবং দেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহর শান্তি ও কল্যান কামনা করা হয়। এদিনে কুয়াশা শীত উপেক্ষা করে দেশ-বিদেশ থেকে অগনিত ভক্ত, আশেক-জাকের ও ধর্মপ্রান মুসল্লিরা মোনাজাতে অংশ নেন। চন্দ্রপাড়া পাক দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর জামানার মোজাদ্দেদ হযরত মাওলানা শাহ সূফী সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ চন্দ্র পুরী নক্সবন্দী মোজাদ্দেদী (রহ.) পীর কেবলাজানের বেছালত উপলক্ষে অনুষ্ঠিত ওরছ আগের দিন থেকেই দূর- দুরান্ত হতে ভক্তরা দরবার শরীফে আসতে থাকেন।
মঙ্গলবার বাদ জোহর থেকে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ শরীফ, কিয়াম শরীফ, জিকির – আজকার ও শরীয়ত -তরিকত সম্পর্কিত ওয়াজ-মাহফিল অনুষ্ঠিত হয়।
দরবার শরীফের গদীনশীন পীর মোফাচ্ছেরে কোরআন হযরত মাওলানা শাহ্ সুফি সৈয়দ কামরুজ্জামান নক্সবন্দী মোজাদ্দেদী আল ওয়াইসি আখেরি মোনাজাত পরিচালনা করেন।