দুই যুগ পর আসছে ‘গ্ল্যাডিয়েটর ২’

0
20

অনলাইন ডেক্সঃ

হলিউডের দর্শকপ্রিয় জনপ্রিয় সিনেমা ‘গ্ল্যাডিয়েটর’। এবার বড়পর্দায় আসতে চলেছে ‘গ্ল্যাডিয়েটর ২’। ‘গ্ল্যাডিয়েটর’ মুক্তির দুই যুগ পর আগামী ২২ নভেম্বর আসছে ‘গ্ল্যাডিয়েটর ২’।

ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির ট্রেলার।

৩ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই মারামারির দৃশ্য দেখা যায়।

এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ডেনজেল ওয়াশিংটন। তাঁর চরিত্রের পোস্টারটি ইতিমধ্যে দর্শকেরা পছন্দ করেছেন। এছাড়া অভিনেতা পল মেসকালকে দেখা যাবে লুসিয়াস চরিত্রে। আরও রয়েছেন পেদ্র পেসকল। দেখা যাবে মার্কাস আকুয়াসিয়াস চরিত্রে।

ট্রেলারে অল্প সময়ের জন্য দেখা গেছে ড্যানিশ অভিনেত্রী কোন্নি নিলসেনকে। তাঁর চরিত্রের নাম লুসিল্লা।

২০০০ সালে মুক্তি পেয়েছে ‘গ্ল্যাডিয়েটর’। সিনেমাটি বিশ্বব্যাপী বক্স অফিসে আয় করেছিল ৫০৩.২ মিলিয়নেরও বেশি মার্কিন ডলার।