শিরোনাম :
Logo ইবিতে শুরু হয়েছে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা Logo অবরুদ্ধ গাজায় একদিনেই নিহত ১০৬ ফিলিস্তিনি Logo ভারতের কাছে পাইলট আটকের প্রমাণ চাইলো পাকিস্তান Logo নিষিদ্ধ হচ্ছে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ, বললেন আসিফ মাহমুদ Logo খুবি উপাচার্যের এবং বিএনসিসি খুলনা ফ্লোটিলা কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ  Logo গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ঘিরে প্রস্তুত ইবি Logo ভারতের ১৫ শহরে ক্ষেপণাস্ত্র হামলা পাকিস্তানের, দাবি দিল্লির Logo জবিতে আবাসন ভাতা ও জকসু নির্বাচনের দাবিতে গণভোট কর্মসূচি Logo রাবি ক্যাম্পাসে নিরাপত্তা নিশ্চিতসহ ৫ দাবিতে স্মারকলিপি প্রদান সোচ্চারের Logo ইউজিসির বাজেট বৈষম্যের অভিযোগ:জবিতে প্রশাসনিক ভবনে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

বিশ্বের সাত বিপজ্জনক সেতু !

  • আপডেট সময় : ০৪:৫৯:১১ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬
  • ৭৮৯ বার পড়া হয়েছে

নিউজ ডেস্ক:

ভ্রমণ করতে কে না ভালোবাসে৷ কমবেশি আমরা সবাই ভ্রমণ পিপাসু৷ কেউ ভালোবাসে পাহাড় কেউ বা সমুদ্র আবার কেউ কেউ জঙ্গলে ভ্রমণ করতে খুব ভালোবাসেন৷ প্রকৃতির বিভিন্নরকমের প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের মন কাড়ে তেমনিভাবে মানুষ সৃষ্ট সৌন্দর্যও আমাদের মনকে আকর্ষণ করে৷

মানুষের মস্তিষ্ক প্রসূত সৃষ্ট সৌন্দর্যের মধ্যে একটি হলো সেতু৷ আমরা সেইসব মানুষদের কাছে কৃতজ্ঞ যারা এই সেতু তৈরি করেছেন৷ তবে কিছু বিপজ্জনক সেতুও রয়েছে৷ এ রকমই কিছু বিপজ্জনক সেতুর বর্ণনা দেওয়া হলো৷

১) ঘাসা সেতু, নেপাল : নেপালের ঘাসা একটি অত্যন্ত বিপজ্জনক সেতু৷ এই সেতুটি বিপজ্জনক হওয়ার অন্যতম কারণ হলো এটি খুব খারাপ জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছিল৷ এই সেতু দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে৷ শুধু মানুষই নয় পশুরাও যাতায়াত করে৷ এই সেতুটি মূলত এটি খুবই ছোট ও সরু তার ফলে ওই এলাকার মানুষসহ পশুদেরও যাতায়াত করতে খুবই অসুবিধা পড়তে হয়৷ বলা যায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন এই সেতু দিয়ে যাতায়াত করে৷

২) ক্যারিক-অ্যা-রেডে রোপ ব্রিজ, ইংল্যান্ড : এই সেতুটি অবস্থিত ইংল্যান্ডের উত্তর ইরি-ল্যান্ডের অ্যানট্রিম শহরে৷ সেতুটি ২১ মিটার দীর্ঘ ও ৩০ মিটার উঁচু৷ এই সেতুটি পারাপার করতে হলে পর্যটকদের অত্যন্ত সাহসের প্রয়োজন হয়৷ সেতুটি পার করা ততটাও সহজ কাজ নয়৷

৩) ভাইন ফুটপাথস একা ব্রিজেস, জাপান : সেতুটি অবস্থিত জাপানের আইভি উপত্যকায়৷ এটি একটি ছোট সেতু৷ যেটি তৈরি করেছিল উদ্বাস্তুরা তাদের অঞ্চলকে সুরক্ষিত রাখবার জন্য৷ সেতুটি আইভি নদীর ওপর তৈরি করা হয়েছিল৷ এর দুপাশে রয়েছে উঁচু পাহাড়৷ সেতুটি এতটাই বিপজ্জনক যে যাতায়াত করতে অসুবিধায় পরতে হয়৷

৪) তামান নেগারা ন্যাশনাল পার্ক ব্রিজ, মালেশিয়া : এই সেতুটি খুবই উঁচু৷ এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় ১০০’র বেশি স্থানীয় মানুষ ও পর্যটক যাতায়াত করেন৷ কারণ পাশের এলাকায় যাতায়াত করার জন্য এই সেতুই একমাত্র অবলম্বন৷ বর্ষার সময় সেতুটির অবস্থা খুবই শোচনীয় হয়ে থাকে৷ পুরো ভেজা থাকে তাই যাতায়াত করা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে৷ সরকারের উচিত এই সেতু নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জরুরি ব্যবস্থা নেওয়া৷ কারণ যতদিন যাচ্ছে সেতুটির অবস্থা আরো শোচনীয় হয়ে যাচ্ছে৷

৫) কাকুম ন্যাশনাল পার্ক ক্যানোপাই ওয়াকওয়ে, ঘানা : সেতুটি বিশেষত্ব হলো সেতুটি ঘানার জঙ্গলের গভীরে অবস্থিত৷ এই জঙ্গলে অনেক মানুষ বেড়াতে আসে৷ সেতুটি পার করতে তাদের কাল ঘাম ছুটে যায়৷ এই সেতুটির পরিকাঠামো পুরোপুরি নষ্ট গিয়েছে তাই ঠিক করে যাতায়াত করাও যায় না৷

৬) ট্রিফট ব্রিজ, সুইজারল্যান্ড : সেতুটি সুইজারল্যান্ডের অ্যাল্পস অফ গর্ডম্যানে অবস্থিত৷ সেতুটি দীর্ঘ ১৮০ মিটার এবং উচ্চতা ১১০ মিটার৷ ট্রিফট ব্রিজটি তৈরি করা হয়েছিল ২০০৪ সালে৷ কিন্তু এর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সেতুটিকে আবার ২০০৯ সালে পুনর্গঠন করা হয়েছে৷ পুনর্গঠনের পরও সেতুটি কিছুদিন ভালো ছিল তারপর আবার যেই কে সেই অবস্থা৷ সেতুটির নিরাপত্তা খুবই খারাপ৷ সেতুটির দুধারে নিপাপত্তার কোনো বন্দোবস্তই নেই৷

৭) অ্যাইগুয়ে দু মিদি, ফ্রান্স : এই সেতুটি ফ্রান্সে অবস্থিত৷ যদি আপনি কোনো হার্টের রোগী হন তাহলে আপনাকে উপদেশ দেব এই সেতুটিকে এড়িয়ে যাওয়ার৷ এটি একটি খুব উঁচু সেতু যার উচ্চতা ১২৬০০ ফুট৷ যদিও এটার দুদিকে সাপোর্ট রয়েছে৷

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ইবিতে শুরু হয়েছে গুচ্ছ এ ইউনিটের ভর্তি পরীক্ষা

বিশ্বের সাত বিপজ্জনক সেতু !

আপডেট সময় : ০৪:৫৯:১১ অপরাহ্ণ, বুধবার, ২১ ডিসেম্বর ২০১৬

নিউজ ডেস্ক:

ভ্রমণ করতে কে না ভালোবাসে৷ কমবেশি আমরা সবাই ভ্রমণ পিপাসু৷ কেউ ভালোবাসে পাহাড় কেউ বা সমুদ্র আবার কেউ কেউ জঙ্গলে ভ্রমণ করতে খুব ভালোবাসেন৷ প্রকৃতির বিভিন্নরকমের প্রাকৃতিক সৌন্দর্য যেমন আমাদের মন কাড়ে তেমনিভাবে মানুষ সৃষ্ট সৌন্দর্যও আমাদের মনকে আকর্ষণ করে৷

মানুষের মস্তিষ্ক প্রসূত সৃষ্ট সৌন্দর্যের মধ্যে একটি হলো সেতু৷ আমরা সেইসব মানুষদের কাছে কৃতজ্ঞ যারা এই সেতু তৈরি করেছেন৷ তবে কিছু বিপজ্জনক সেতুও রয়েছে৷ এ রকমই কিছু বিপজ্জনক সেতুর বর্ণনা দেওয়া হলো৷

১) ঘাসা সেতু, নেপাল : নেপালের ঘাসা একটি অত্যন্ত বিপজ্জনক সেতু৷ এই সেতুটি বিপজ্জনক হওয়ার অন্যতম কারণ হলো এটি খুব খারাপ জিনিসপত্র দিয়ে তৈরি করা হয়েছিল৷ এই সেতু দিয়ে প্রতিদিন অনেক মানুষ যাতায়াত করে৷ শুধু মানুষই নয় পশুরাও যাতায়াত করে৷ এই সেতুটি মূলত এটি খুবই ছোট ও সরু তার ফলে ওই এলাকার মানুষসহ পশুদেরও যাতায়াত করতে খুবই অসুবিধা পড়তে হয়৷ বলা যায় জীবনের ঝুঁকি নিয়ে মানুষজন এই সেতু দিয়ে যাতায়াত করে৷

২) ক্যারিক-অ্যা-রেডে রোপ ব্রিজ, ইংল্যান্ড : এই সেতুটি অবস্থিত ইংল্যান্ডের উত্তর ইরি-ল্যান্ডের অ্যানট্রিম শহরে৷ সেতুটি ২১ মিটার দীর্ঘ ও ৩০ মিটার উঁচু৷ এই সেতুটি পারাপার করতে হলে পর্যটকদের অত্যন্ত সাহসের প্রয়োজন হয়৷ সেতুটি পার করা ততটাও সহজ কাজ নয়৷

৩) ভাইন ফুটপাথস একা ব্রিজেস, জাপান : সেতুটি অবস্থিত জাপানের আইভি উপত্যকায়৷ এটি একটি ছোট সেতু৷ যেটি তৈরি করেছিল উদ্বাস্তুরা তাদের অঞ্চলকে সুরক্ষিত রাখবার জন্য৷ সেতুটি আইভি নদীর ওপর তৈরি করা হয়েছিল৷ এর দুপাশে রয়েছে উঁচু পাহাড়৷ সেতুটি এতটাই বিপজ্জনক যে যাতায়াত করতে অসুবিধায় পরতে হয়৷

৪) তামান নেগারা ন্যাশনাল পার্ক ব্রিজ, মালেশিয়া : এই সেতুটি খুবই উঁচু৷ এই সেতু দিয়ে প্রতিদিন প্রায় ১০০’র বেশি স্থানীয় মানুষ ও পর্যটক যাতায়াত করেন৷ কারণ পাশের এলাকায় যাতায়াত করার জন্য এই সেতুই একমাত্র অবলম্বন৷ বর্ষার সময় সেতুটির অবস্থা খুবই শোচনীয় হয়ে থাকে৷ পুরো ভেজা থাকে তাই যাতায়াত করা খুবই কষ্টদায়ক হয়ে ওঠে৷ সরকারের উচিত এই সেতু নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব জরুরি ব্যবস্থা নেওয়া৷ কারণ যতদিন যাচ্ছে সেতুটির অবস্থা আরো শোচনীয় হয়ে যাচ্ছে৷

৫) কাকুম ন্যাশনাল পার্ক ক্যানোপাই ওয়াকওয়ে, ঘানা : সেতুটি বিশেষত্ব হলো সেতুটি ঘানার জঙ্গলের গভীরে অবস্থিত৷ এই জঙ্গলে অনেক মানুষ বেড়াতে আসে৷ সেতুটি পার করতে তাদের কাল ঘাম ছুটে যায়৷ এই সেতুটির পরিকাঠামো পুরোপুরি নষ্ট গিয়েছে তাই ঠিক করে যাতায়াত করাও যায় না৷

৬) ট্রিফট ব্রিজ, সুইজারল্যান্ড : সেতুটি সুইজারল্যান্ডের অ্যাল্পস অফ গর্ডম্যানে অবস্থিত৷ সেতুটি দীর্ঘ ১৮০ মিটার এবং উচ্চতা ১১০ মিটার৷ ট্রিফট ব্রিজটি তৈরি করা হয়েছিল ২০০৪ সালে৷ কিন্তু এর অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে সেতুটিকে আবার ২০০৯ সালে পুনর্গঠন করা হয়েছে৷ পুনর্গঠনের পরও সেতুটি কিছুদিন ভালো ছিল তারপর আবার যেই কে সেই অবস্থা৷ সেতুটির নিরাপত্তা খুবই খারাপ৷ সেতুটির দুধারে নিপাপত্তার কোনো বন্দোবস্তই নেই৷

৭) অ্যাইগুয়ে দু মিদি, ফ্রান্স : এই সেতুটি ফ্রান্সে অবস্থিত৷ যদি আপনি কোনো হার্টের রোগী হন তাহলে আপনাকে উপদেশ দেব এই সেতুটিকে এড়িয়ে যাওয়ার৷ এটি একটি খুব উঁচু সেতু যার উচ্চতা ১২৬০০ ফুট৷ যদিও এটার দুদিকে সাপোর্ট রয়েছে৷