সদর হাসপাতাল প্রতিনিধি:আসাদুজ্জামান রায়হান
চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার মদনা ইউনিয়নের নাস্তিপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘবদ্ধ হামলার শিকার হয়েছেন এক ভ্যানচালক। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল ১০টার দিকে নিজ বাড়ির পাশে বিচুলির গাদা ও টিন রাখাকে কেন্দ্র করে প্রতিবেশী মোছা: আখিতারা খাতুনের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আখিতারা খাতুন লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। এরপর তার স্বামী মো: ইসরাফিল হোসেন, ছেলে মো: আকাশ ও পুত্রবধূ শাবনাজ খাতুন একত্র হয়ে ওই ভ্যানচালকের উপর হামলা চালায়।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. শাপলা খাতুন জানান, “আহতের মাথায় চারটি সেলাই দেওয়া হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।”
আহতের পরিবার জানিয়েছে, জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বর্তমানে থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে দর্শনা থানা সূত্রে জানা গেছে,
“এখনো কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”