শনিবার (২৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ টায়। এতে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন, যার মধ্যে ২৫০ জন ভিভিআইপি থাকবেন।
আবহাওয়া খারাপ হবে না বলেই পূর্বাভাস পাওয়া গেছে। তবে আবহাওয়া বৈরী হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে।
নামাজ আদায়ের জন্য দুটি প্রবেশদ্বার রাখা হয়েছে, পাশাপাশি মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ওযুখানা, টয়লেট ও প্রাথমিক চিকিৎসাসেবার জন্য দুটি মেডিকেল টিমও নিয়োজিত থাকবে।