শিরোনাম :

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নিতে পারেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১২:৫৯:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ মার্চ ২০২৫
  • ৭১৭ বার পড়া হয়েছে
আধুনিক ও সুসংগঠিত ব্যবস্থার মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। নিরাপত্তার কথা মাথায় রেখে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ ভিভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ টায়। এতে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন, যার মধ্যে ২৫০ জন ভিভিআইপি থাকবেন।

আবহাওয়া খারাপ হবে না বলেই পূর্বাভাস পাওয়া গেছে। তবে আবহাওয়া বৈরী হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে।

নামাজ আদায়ের জন্য দুটি প্রবেশদ্বার রাখা হয়েছে, পাশাপাশি মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ওযুখানা, টয়লেট ও প্রাথমিক চিকিৎসাসেবার জন্য দুটি মেডিকেল টিমও নিয়োজিত থাকবে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার উপস্থিতির কারণে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

বিপুল সংখ্যক মুসল্লীর অংশগ্রহণে চাঁদপুরে জাকের পার্টির ঈদ জামাত অনুষ্ঠিত

জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নিতে পারেন রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১২:৫৯:৪৮ অপরাহ্ণ, শনিবার, ২৯ মার্চ ২০২৫
আধুনিক ও সুসংগঠিত ব্যবস্থার মধ্য দিয়ে জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে ঈদুল ফিতরের প্রধান জামাত। নিরাপত্তার কথা মাথায় রেখে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাসহ ভিভিআইপিদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

শনিবার (২৯ মার্চ) জাতীয় ঈদগাহ ময়দানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহজাহান মিয়া সাংবাদিকদের জানান, ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮:৩০ টায়। এতে প্রায় ৩৫ হাজার মুসল্লি অংশ নেবেন, যার মধ্যে ২৫০ জন ভিভিআইপি থাকবেন।

আবহাওয়া খারাপ হবে না বলেই পূর্বাভাস পাওয়া গেছে। তবে আবহাওয়া বৈরী হলে সকাল ৯টায় বায়তুল মোকাররমে প্রধান জামাত হবে।

নামাজ আদায়ের জন্য দুটি প্রবেশদ্বার রাখা হয়েছে, পাশাপাশি মহিলাদের জন্য পৃথক নামাজের স্থান নির্ধারণ করা হয়েছে। মুসল্লিদের সুবিধার্থে ওযুখানা, টয়লেট ও প্রাথমিক চিকিৎসাসেবার জন্য দুটি মেডিকেল টিমও নিয়োজিত থাকবে।

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার উপস্থিতির কারণে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে মাঠে থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।