১৪০ সিসি ক্যামেরা স্থাপন বাণিজ্য মেলায় !

0
38

নিউজ ডেস্ক:

রাজধানীর শেরেবাংলা নগরে আয়োজিত আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। দুই শতাধিক পুলিশ সদস্যের পাশাপাশি রয়েছে র‌্যাবও। মেলার সার্বিক নিরাপত্তায় স্থাপন করা হয়েছে ১৪০টি ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা।

এছাড়া আনসার ও বেসরকারি সিকিউরিটি ফোর্সের সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। মেলাকে ঘিরে যেকোনো ধরনের নাশকতা ও অপতৎপরতা এড়াতে স্পেশাল ব্রাঞ্চ (এসবি), ডিবি পুলিশ, র‌্যাবের ডগ স্কোয়াডের সার্বক্ষণিক নজরদারি রয়েছে।

তেজগাঁও বিভাগ পুলিশ জানিয়েছে, মেলায় তেজগাঁও বিভাগের পুলিশের পাশাপাশি পুলিশ লাইনস ও রাজারবাগ থেকে আসা সদস্যরা দায়িত্ব পালন করবেন। মেলার সার্বিক নিরাপত্তায় স্থাপন করা হয়েছে ১৪০টি সিসি ক্যামেরা।

সিসিটিভির ফুটেজ ও ভিডিও পর্যবেক্ষণ এবং সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণের জন্য রয়েছে আলাদা দুটি কন্ট্রোলরুম। প্রবেশ পথের মুখে ও ভেতরে বসানো হয়েছে দুটি আর্চওয়ে গেট। পুলিশ সদস্যরা মেটাল ডিটেক্টর দিয়ে আগতদের দর্শনার্থী ও ক্রেতাদের দেহ তল্লাশি করবেন।

শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোপাল গণেশ বিশ্বাস জানান, মেলার নিরাপত্তার স্বার্থে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানার একাধিক টিম মেলায় টহল দিচ্ছে।

তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জানান, আন্তর্জাতিক বাণিজ্য মেলার জন্য আন্তর্জাতিক মানের নিরাপত্তাই দেয়া হচ্ছে। যে কোনো ধরনের অপতৎপরতা রোধে তৎপর আইন-শৃঙ্খলা বাহিনী।

উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় ও রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ আয়োজনে গতকাল (রোববার) থেকে শুরু হয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মেলায় বাংলাদেশসহ অংশ নিচ্ছে ২১টি দেশ।