বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, কিছু লোভী রাজনৈতিক দল নির্বাচনের বিরোধিতা করছে, তাদের দেশপ্রেমের লেশমাত্র নেই। তারা যে কোনো উপায়ে ক্ষমতায় যেতে চায়।
বুধবার (১২ মার্চ) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিয়ে এসব বলেন মির্জা আব্বাস।
তিনি বলেন, বিএনপিতে কোনো অপকর্মকারী ও চাঁদাবাজের জায়গা হবে না মির্জা। আব্বাস বলেন, অন্তর্বর্তী সরকার সংস্কারের কাজে হাত দিয়েছে।
কিন্তু আমি এই সংস্কারে নতুন কিছুই পাইনি। যেটা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফার মধ্যে নেই। আমাদের ৩১ দফা এমন একটি সংস্কার প্রস্তাবনা যেটা নিয়ে আজ পর্যন্ত কোনো দল বা সংগঠন দ্বিমত পোষণ করেনি।