মুন্সীগঞ্জের সিরাজদিখানে জামায়াতে ইসলামীর গনসংযোগ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা বায়তুল মামুর জামে মসজিদ প্রাঙ্গণে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা জামায়াতে ইসলামির নায়েবে আমির মাওলানা নূর মো. সিরাজীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন।
লতব্দী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনির হোসেনের সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ জেলা কর্ম পরিষদের সদস্য মো. মুজিবুর রহমান,মাওলানা মো. মোসলেহ উদ্দিন, মো.আব্দুর রহমান, মো. আক্তার হোসেন,মাওলানা জাকির হোসেন সহ আরো অনেকে।
এর আগে উপজেলার লতব্দী ইউনিয়নের রাজকৃষ্ণদী, গোডাউন বাজার সহ আশ পাশের এলাকায় গনসংযোগ করে জামায়াতে ইসলামী মনোনীত মুন্সীগঞ্জ-১ আসনের প্রার্থী এ কে এম ফখরুদ্দিন রাজী।