নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ খেলতে রাতে মাঠে নামবে আর্জেন্টিনা।আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বাংলাদেশ সময় রাত ৮টায় রাজধানী বুয়েন্স এইরেসের সেন্ট আলবান্স ক্লাব মাঠে যুক্তরাষ্ট্র নারী ক্রিকেট দলের মুখোমুখি হবে তারা।
এই আসরে তাদের তৃতীয় ম্যাচ এটি। এর আগে দুই ম্যাচে এক জয়ের বিপরীতে এক হার আর্জেন্টিনার। এক জয়ে ২ পয়েন্ট নিয়ে চার দলের মধ্যে তৃতীয় স্থানে আছে তারা।
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাপ পর্বে আমেরিকা অঞ্চল থেকে অংশ নিয়েছে চার দল। এই তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা ছাড়াও আছে যুক্তরাষ্ট্র ও কানাডা।