শিরোনাম :
Logo জীবননগরে আন্ত:জেলা চোর সিন্ডিকেটের প্রধান সাগর ২ সহযোগীসহ গ্রেফতার Logo পঁচিশ বাসে করে সাত ধাপে ক্যাম্পাসে আসছে শিক্ষার্থীরা Logo জুলাই আন্দোলনে নামাজ পড়তে বাধাদানে অভিযুক্ত বরখাস্ত শিক্ষককে ফেরাতে বিভাগের শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি Logo কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ শুরু Logo বেরোবির এআইএস ক্লাবের নেতৃত্বে মিজান- আলবীর  Logo চাঁদপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত Logo কুষ্টিয়া-খুলনা মহাসড়ক সংস্কারের দাবিতে অবরোধে ইবি শিক্ষার্থীরা Logo বুটেক্সে টেকসই উন্নয়নে পাটের ভূমিকা বিষয়ক সেমিনার, অতিথি বস্ত্র ও পাট মন্ত্রণালয় উপদেষ্টা Logo সাজিদ হত্যার তিন মাস; ইবি শিক্ষার্থীদের অভিনব প্রতিবাদ  Logo তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে যুবকদের কর্মসংস্থান হবে: আজিজুল বারী হেলাল

কচুয়ায় সাচার-নয়াকান্দি সড়কের পাশে গাছ কেটে সাবাড়

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে সাচার-রাগদৈল সড়কের নয়াকান্দি এলাকায় রাস্তার পাশের গাছ কেটে সাবাড় করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই ইউনিয়নে বিভিন্ন সড়কের লাগানো কেআইডিপির গাছগুলো দিনের বেলায় কেটে সাবাড় করা হয়েছে।

 

তবে নয়াকান্দি গ্রামের অধিবাসী আবু তাহেরের ছেলে নুরুল ইসলাম রাস্তার পাশে তার জমি হওয়ায় অনুমতি না নিয়ে গাছ কাটেন, কিন্তু খবর পেয়ে কেআইডিপির ইউনিয়ন সমাজকর্মী লিপি আক্তার ঘটনাস্থলে গিয়ে গাছ গুলো উদ্ধার করেন এবং গাছ গুলো অন্যত্রে স্থানাস্থর করেন।

শুধু নুরুল ইসলাম নয়, রাগদৈল সড়কে অনেকেই কেআইডিপির গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, রাস্তার পাশে আমার জমি রয়েছে,কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিলে শ্রমিক দিয়ে গাছ কেটে নিয়ে যান তারা।

কেআইডিপির জেলা মাঠ সমন্বয়কারী মো আলাউদ্দিন বলেন, রাস্তার পাশে জমি হওয়ায় সড়ের পাশের গাছ অনুমতি না নিয়ে নুরুল ইসলাম মুন্সী কয়েকটি গাছ কেটে ফেলেন। পরে খবর পেয়ে ইউনিয়ন কর্মী লিপি আক্তার ঘটনাস্থলে পাঠানো হয় এবং গাছগুলো উদ্ধার করা হয়। তবে সে কী কারনে গাছগুলো কেটেছেন এ ব্যাপারে নুরুল ইসলামকে নোটিশ প্রদান করা হবে।

ছবি: কচুয়ার সাচার ইউনিয়নের নয়াকান্দি সড়কের গাছ কেটে সাবার।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

জীবননগরে আন্ত:জেলা চোর সিন্ডিকেটের প্রধান সাগর ২ সহযোগীসহ গ্রেফতার

কচুয়ায় সাচার-নয়াকান্দি সড়কের পাশে গাছ কেটে সাবাড়

আপডেট সময় : ১০:২১:১৬ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

চাঁদপুরের কচুয়া উপজেলার সাচার ইউনিয়নে সাচার-রাগদৈল সড়কের নয়াকান্দি এলাকায় রাস্তার পাশের গাছ কেটে সাবাড় করার অভিযোগ পাওয়া গেছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, ওই ইউনিয়নে বিভিন্ন সড়কের লাগানো কেআইডিপির গাছগুলো দিনের বেলায় কেটে সাবাড় করা হয়েছে।

 

তবে নয়াকান্দি গ্রামের অধিবাসী আবু তাহেরের ছেলে নুরুল ইসলাম রাস্তার পাশে তার জমি হওয়ায় অনুমতি না নিয়ে গাছ কাটেন, কিন্তু খবর পেয়ে কেআইডিপির ইউনিয়ন সমাজকর্মী লিপি আক্তার ঘটনাস্থলে গিয়ে গাছ গুলো উদ্ধার করেন এবং গাছ গুলো অন্যত্রে স্থানাস্থর করেন।

শুধু নুরুল ইসলাম নয়, রাগদৈল সড়কে অনেকেই কেআইডিপির গাছগুলো কেটে নিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, রাস্তার পাশে আমার জমি রয়েছে,কিন্তু সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দিলে শ্রমিক দিয়ে গাছ কেটে নিয়ে যান তারা।

কেআইডিপির জেলা মাঠ সমন্বয়কারী মো আলাউদ্দিন বলেন, রাস্তার পাশে জমি হওয়ায় সড়ের পাশের গাছ অনুমতি না নিয়ে নুরুল ইসলাম মুন্সী কয়েকটি গাছ কেটে ফেলেন। পরে খবর পেয়ে ইউনিয়ন কর্মী লিপি আক্তার ঘটনাস্থলে পাঠানো হয় এবং গাছগুলো উদ্ধার করা হয়। তবে সে কী কারনে গাছগুলো কেটেছেন এ ব্যাপারে নুরুল ইসলামকে নোটিশ প্রদান করা হবে।

ছবি: কচুয়ার সাচার ইউনিয়নের নয়াকান্দি সড়কের গাছ কেটে সাবার।