মেসির উপস্থিতিতে জ্যামাইকায় ছিল উন্মাদনার জোয়ার। প্রথমবার দেশটিতে খেলতে গিয়েই বিপুল আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হন আর্জেন্টাইন তারকা। মেসির বিশাল জনপ্রিয়তার কারণে ম্যাচটি ক্যাভালিয়েরের ছোট মাঠ থেকে সরিয়ে নেওয়া হয় ৩৫ হাজার ধারণক্ষমতাসম্পন্ন ন্যাশনাল স্টেডিয়াম ইনডিপেনডেন্টস পার্কে। স্বাভাবিকভাবেই স্টেডিয়াম পরিপূর্ণ ছিল দর্শকে, সবাই অপেক্ষায় ছিলেন প্রিয় তারকাকে কাছ থেকে দেখার জন্য।
তবে ম্যাচের শুরু থেকে মেসিকে মাঠে দেখা যায়নি, যা কিছুটা হতাশ করেছিল দর্শকদের। তবে অপেক্ষা বৃথা যায়নি। দ্বিতীয়ার্ধের ৫৩তম মিনিটে লুইস সুয়ারেজের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। দীর্ঘদিন পর মাঠে নেমেই দুর্দান্ত এক গোল উপহার দেন তিনি, যা দর্শকদের আনন্দের জোয়ারে ভাসিয়ে দেয়।
প্রথমার্ধে ৩৭ মিনিটে লুইস সুয়ারেজের সফল পেনাল্টির মাধ্যমে এগিয়ে যায় ইন্টার মায়ামি। এরপর অতিরিক্ত সময়ে মেসি দলের দ্বিতীয় গোলটি করেন। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে ডেভিড বেকহামের ক্লাব।