পাবিপ্রবি প্রতিনিধি:
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) প্রথমবারের মতো সিমাগো ইনস্টিটিউশনস র্যাংকিং (SIR) ২০২৫-এ বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম স্থান অর্জন করেছে। মঙ্গলবার (১১ মার্চ) সিমাগো র্যাংকিংয়ের নিজস্ব ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।
ওয়েবসাইটে দেখা যায়, ২০০৯ সাল থেকে সিমাগো র্যাংকিং প্রকাশিত হলেও, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এবারই প্রথম ৪৬টি বিশ্ববিদ্যালয় স্থান পেয়েছে, যেখানে পাবিপ্রবি শীর্ষ ১২তে জায়গা করে নিয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, দেশের অন্যতম শীর্ষ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) এই র্যাংকিংয়ে পাবিপ্রবির পেছনে রয়েছে।
সিমাগো র্যাংকিং মূলত গবেষণা কর্ম, উদ্ভাবন, এবং সামাজিক প্রভাবের মতো সূচকগুলোর ওপর ভিত্তি করে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে মূল্যায়ন করে থাকে। পাবিপ্রবির গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক জার্নালে নিয়মিত প্রকাশনা এবং একাডেমিক উৎকর্ষতার ফলস্বরূপ এই অর্জন এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুল আওয়াল এই অর্জন সম্পর্কে বলেন, “এই স্বীকৃতি আমাদের শিক্ষকদের নিরলস পরিশ্রম এবং শিক্ষার্থীদের অধ্যবসায়ের ফল। আমরা গবেষণা ও শিক্ষার মান উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ।”
প্রতি বছরই এই র্যাংকিং প্রকাশিত হয়ে থাকে এবং এটি বিশ্বব্যাপী গবেষণা ও উচ্চশিক্ষার মান পরিমাপের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। উল্লেখ্য, এ বছর বাংলাদেশের মোট ৪৬টি বিশ্ববিদ্যালয় জায়গা পেয়েছে এই র্যাংকিংয়ে। পাবিপ্রবির এই সাফল্য শিক্ষার্থীদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভবিষ্যতে গবেষণা খাতে আরও বিনিয়োগ এবং আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠানের অবস্থান সুদৃঢ় করতে প্রতিশ্রুতিবদ্ধ।