প্রেমের সম্পর্ককে আবারও উসকে দিয়েছেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি ও তরুণ গায়ক শেখ সাদী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন একাধিক ছবি প্রকাশের পরই এ দুই সেলিব্রেটিকে নিয়ে জল্পনা শুরু হয় নেটিজেনদের।
বুধবার (১২ মার্চ) হঠাৎই ফেসবুক প্রোফাইলে পরীমণি তার নতুন তোলা ১২টি ছবি প্রকাশ করেন। এ ছবির ক্যাপশনে অভিনেত্রী অনুরোধ করেন তার পোশাক প্রতিষ্ঠান বডির সঙ্গে থাকার জন্য।
এরপরই বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয় পরীকে নিয়ে। কারণ যে স্থানটিতে পরী ছবি তুলেছেন ওই একই স্থানে কিছুদিন আগে (৯ মার্চ) গায়ক সাদীও ছবি তুলে ফেসবুক পোস্ট করেন। ক্যাপশনে লেখেন, গুনাহগার।
রঙিন মাছের সামনে বসে থাকা পরীমণি ও সাদীর ছবি ঘিরে তাই জল্পনা-কল্পনা চলছে ভক্তদের মনে। নেটিজেনরা মেলাচ্ছেন দুইয়ে দুইয়ে চার।