গত মঙ্গলবার প্রাণের ভয়ে সিরীয় পুরুষ-নারী ও শিশুদের সিরিয়ার দক্ষিণ-পশ্চিম সীমান্ত বরাবর বয়ে যাওয়া একটি নদী পার হয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে লেবাননে চলে যেতে দেখা গেছে।
গেল রোববার সীমান্ত পার হয়ে লেবাননে চলে যাওয়া এক সিরীয় নারী জানিয়েছেন, তিনি তার গ্রামে হত্যাকাণ্ডের শিকার সাতজনের মরদেহ পড়ে থাকতে দেখেছেন। আরেক নারী জানিয়েছেন, ভারী গোলাগুলির মধ্যে তিনি তার বাড়িতে তিন দিন আটকা পড়ে ছিলেন।