পবিত্র মাহে রমজানের পুণ্যতা ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করতে শেরপুর সরকারি কলেজের শিক্ষক পরিষদের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) বিকেলে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক শাহ্ কামাল উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোঃ আবদুর রউফ।
বিশেষ অতিথি ছিলেন সাবেক অধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুর রশীদ, শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ.কে.এম আলিফ উল্লাহ আহসান, শেরপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক আ.জ.ম রেজাউল করিম খান (জুয়েল) সহ কলেজের সাবেক কয়েকজন কর্মকর্তা।
শিক্ষক পরিষদের সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের বিভাগীয় প্রধান আজহারুল ইসলাম, রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান আশরাফ হোসেন আকন্দসহ বিভিন্ন বিভাগের শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা।