আইপিএলে কেকেআরের দায়িত্বে অজিঙ্কা রাহানে, দলকে নিজের সেরাটা দিতে চান

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১০:০০:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫
  • ৭২২ বার পড়া হয়েছে

হাসনাত জিসান:
তিন বছর পর কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন অজিঙ্কা রাহানে। দলে ফিরেই পেলেন অধিনায়কের দায়িত্ব। দল থেকে পূর্বে আবাস না পেলেও গণমাধ্যমকর্মীদের থেকে জেনেছিলেন কেকেআরের দলনেতা হচ্ছেন তিনি।বৃহস্পতিবার ইডেনে এমন তথ্যই জানালেন তিনি।২০২২ সালে রাহানে দিল্লি ক্যাপিটালস থেকে কেকেআরে যোগ দিয়েছিলেন।

কিন্তু মাত্র একটা মৌসুম পরেই তাঁকে ছেড়ে দেয় দল। এ বার ফের তাঁকে দলে নিয়েছে আর নিয়েই তাঁকে অধিনায়ক ঘোষণা করেছে কেকেআর। আইপিএল এ কেকেআরকে ট্রফি এনে দিতে নিজের সর্বোচ্চ চেষ্টা চালাবেন তিনি।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ “সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে” ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলো রাহানে।এ বারে সেই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তিনি।আর তাকেই দলের অধিনায়কত্বের দায়িত্ব দিলো কলকাতা নাইট রাইডার্স। দায়িত্ব প্রসঙ্গে রাহানে বলেন, “ঘরোয়া ক্রিকেট খেলার সময় সাংবাদিকদের থেকে শুনেছিলাম যে আমাকে কেকেআর অধিনায়ক করতে পারে। সেই সময় লক্ষ্য ছিল মুম্বইয়ের হয়ে সেরাটা দেওয়া। তবে এমন একটা দলের অধিনায়ক হতে পেরে দারুণ লাগছে। দলটার একটা ঐতিহ্য আছে। অনেক বড় ক্রিকেটার এই দলের হয়ে খেলে গিয়েছে। সেই দলের অধিনায়ক হতে পারা খুবই গর্বের। দল হিসাবে নিজেদের সেরাটা দিতে চাই।”

গত বুধবার থেকে ইডেনে শুরু হয়েছে কেকেআরের অনুশীলন। বৃহস্পতিবার অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে করে তারা। সেখানে ছিলেন বেঙ্কটেশ আয়ার, চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্র্যাভো এবং অজিঙ্ক রাহানে। সহ-অধিনায়ক, কোচ এবং মেন্টরকে সঙ্গে নিয়ে রাহানে জানিয়ে দিলেন তাঁর পরিকল্পনা।

টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত ওপেন করতে দেখা যায় রাহানেকে। কেকেআরের হয়ে এ বারে তিনি ওপেন করবেন কি না তা যদিও স্পষ্ট করে জানাননি। রাহানে বলেন, “আইপিএল শুরু হতে এখনও ন’দিন বাকি। কে কোথায় ব্যাট করবে, তা এখনও ঠিক হয়নি। আগামী দিনে কোচ, মেন্টরের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।”

কেকেআরে রাহানের সাথে সহ অধিনায়কের দায়িত্বে পালন করবেন বেঙ্কটেশ আয়ার।যদিও অনেকে মনে করেছিলেন আয়ারকেই অধিনায়কের দায়িত্বে দেওয়া হতে পারে।তিনি নিজেও বার বার বলেছিলেন যে, অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত। যদিও শেষ পর্যন্ত তাঁকে সহ-অধিনায়ক করা হয়। কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন যে, রাহানের অভিজ্ঞতা বেশি বলে তাঁকে অধিনায়ক করা হয়েছে।

ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। দু’বছর আগে তাঁকে কোচ করে কেকেআর। প্রথম বছরে সাফল্য না পেলেও গত বছর ট্রফি জিতেছে তারা। পণ্ডিত বলেন, “দলের প্রত্যেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করব সকলে নিজেদের সেই দায়িত্ব পালন করবে।” সেই সঙ্গে তিনি প্রশংসা করেছেন বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানার। পণ্ডিত বলেন, “কেকেআরের হয়ে বরুণ এবং হর্ষিত ভাল খেলেছে। সেখান থেকে ভারতীয় দলে জায়গা করে নিয়েছে। আশা করছি এ বারেও ওরা দলকে জেতাবে।”

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

আইপিএলে কেকেআরের দায়িত্বে অজিঙ্কা রাহানে, দলকে নিজের সেরাটা দিতে চান

আপডেট সময় : ১০:০০:২৩ পূর্বাহ্ণ, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫

হাসনাত জিসান:
তিন বছর পর কলকাতা নাইট রাইডার্সে ফিরেছেন অজিঙ্কা রাহানে। দলে ফিরেই পেলেন অধিনায়কের দায়িত্ব। দল থেকে পূর্বে আবাস না পেলেও গণমাধ্যমকর্মীদের থেকে জেনেছিলেন কেকেআরের দলনেতা হচ্ছেন তিনি।বৃহস্পতিবার ইডেনে এমন তথ্যই জানালেন তিনি।২০২২ সালে রাহানে দিল্লি ক্যাপিটালস থেকে কেকেআরে যোগ দিয়েছিলেন।

কিন্তু মাত্র একটা মৌসুম পরেই তাঁকে ছেড়ে দেয় দল। এ বার ফের তাঁকে দলে নিয়েছে আর নিয়েই তাঁকে অধিনায়ক ঘোষণা করেছে কেকেআর। আইপিএল এ কেকেআরকে ট্রফি এনে দিতে নিজের সর্বোচ্চ চেষ্টা চালাবেন তিনি।

ভারতের ঘরোয়া টি-টোয়েন্টি লিগ “সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে” ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলো রাহানে।এ বারে সেই প্রতিযোগিতায় সবচেয়ে বেশি রান সংগ্রহকারীর তিনি।আর তাকেই দলের অধিনায়কত্বের দায়িত্ব দিলো কলকাতা নাইট রাইডার্স। দায়িত্ব প্রসঙ্গে রাহানে বলেন, “ঘরোয়া ক্রিকেট খেলার সময় সাংবাদিকদের থেকে শুনেছিলাম যে আমাকে কেকেআর অধিনায়ক করতে পারে। সেই সময় লক্ষ্য ছিল মুম্বইয়ের হয়ে সেরাটা দেওয়া। তবে এমন একটা দলের অধিনায়ক হতে পেরে দারুণ লাগছে। দলটার একটা ঐতিহ্য আছে। অনেক বড় ক্রিকেটার এই দলের হয়ে খেলে গিয়েছে। সেই দলের অধিনায়ক হতে পারা খুবই গর্বের। দল হিসাবে নিজেদের সেরাটা দিতে চাই।”

গত বুধবার থেকে ইডেনে শুরু হয়েছে কেকেআরের অনুশীলন। বৃহস্পতিবার অনুশীলনের আগে সংবাদ সম্মেলনে করে তারা। সেখানে ছিলেন বেঙ্কটেশ আয়ার, চন্দ্রকান্ত পণ্ডিত, ডোয়েন ব্র্যাভো এবং অজিঙ্ক রাহানে। সহ-অধিনায়ক, কোচ এবং মেন্টরকে সঙ্গে নিয়ে রাহানে জানিয়ে দিলেন তাঁর পরিকল্পনা।

টি-টোয়েন্টি ক্রিকেটে সাধারণত ওপেন করতে দেখা যায় রাহানেকে। কেকেআরের হয়ে এ বারে তিনি ওপেন করবেন কি না তা যদিও স্পষ্ট করে জানাননি। রাহানে বলেন, “আইপিএল শুরু হতে এখনও ন’দিন বাকি। কে কোথায় ব্যাট করবে, তা এখনও ঠিক হয়নি। আগামী দিনে কোচ, মেন্টরের সঙ্গে কথা বলে ঠিক করা হবে।”

কেকেআরে রাহানের সাথে সহ অধিনায়কের দায়িত্বে পালন করবেন বেঙ্কটেশ আয়ার।যদিও অনেকে মনে করেছিলেন আয়ারকেই অধিনায়কের দায়িত্বে দেওয়া হতে পারে।তিনি নিজেও বার বার বলেছিলেন যে, অধিনায়ক হওয়ার জন্য প্রস্তুত। যদিও শেষ পর্যন্ত তাঁকে সহ-অধিনায়ক করা হয়। কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর জানিয়েছেন যে, রাহানের অভিজ্ঞতা বেশি বলে তাঁকে অধিনায়ক করা হয়েছে।

ভারতের ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। দু’বছর আগে তাঁকে কোচ করে কেকেআর। প্রথম বছরে সাফল্য না পেলেও গত বছর ট্রফি জিতেছে তারা। পণ্ডিত বলেন, “দলের প্রত্যেককে বিভিন্ন দায়িত্ব দেওয়া হয়েছে। আশা করব সকলে নিজেদের সেই দায়িত্ব পালন করবে।” সেই সঙ্গে তিনি প্রশংসা করেছেন বরুণ চক্রবর্তী এবং হর্ষিত রানার। পণ্ডিত বলেন, “কেকেআরের হয়ে বরুণ এবং হর্ষিত ভাল খেলেছে। সেখান থেকে ভারতীয় দলে জায়গা করে নিয়েছে। আশা করছি এ বারেও ওরা দলকে জেতাবে।”