শিরোনাম :
Logo কুবির শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ; পরীক্ষা স্থগিত Logo কচুয়ায় ভূমি দস্যু আওয়ামীলীগ নেতার গ্রেফতারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন Logo যবিপ্রবিতে অগ্নি প্রতিরোধ, নির্বাপণ, উদ্ধার ও জরুরী বর্হিগমন বিষয়ক মহড়া অনুষ্ঠিত Logo শেরপুরে গাছে পেরেক অপসারণ কর্মসূচি পালন Logo কাজ ছাড়াই বেরোবির ১১ কর্মকর্তা- কর্মচারী বেতনভাতা উত্তোলন করতেছেন: দুদক Logo পঞ্চগড়ের দেবীগঞ্জে ফার্মেসি ব্যাবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার Logo বৃহস্পতিবার ২ ঘণ্টা বন্ধ থাকবে এনআইডি সেবা Logo কেন্দ্রীয় শহীদ মিনারে চিকিৎসকদের মহাসমাবেশ চলছে Logo ফারজানা সিঁথিকে ধর্ষণের হুমকি, কনটেন্ট ক্রিয়েটরের নামে মামলা Logo এনসিপি গোলমাল করে জাতীয় নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে: ফারুক

আমি এখনো আবেদনময়ী: কারিনা

  • নীলকন্ঠ অনলাইন নীলকন্ঠ অনলাইন
  • আপডেট সময় : ১১:৩৪:১৯ পূর্বাহ্ণ, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • ৭০৮ বার পড়া হয়েছে
বলিউডের নায়িকা কারিনা কাপুর খান। ৪৫ ছুঁইছুঁই বয়সে নাকি ২৫-৩০ বছরে তিনি যেমন ছিলেন তার থেকে আরও বেশি ভালো আছেন।

সম্প্রতি কারিনার সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক শাহীদ কাপুরের। অনুষ্ঠান মঞ্চে পরস্পর কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন একে অপরকে।

বেশ কয়েক বছরের সম্পর্ক তাদের ভেঙে গিয়েছিল ২০০৭ সালে ‘জব উই মেট’ সিনেমার পর। হিসাব বলছে তখন কারিনার ২৭ বছর বয়স। ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খানকে। আর এবার কারিনা বললেন, তখন আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী।

সম্প্রতি হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে এক একান্ত কথোপকথনে পাওয়া যায় কারিনাকে। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’র প্রসঙ্গ। জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগৎ তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে।

তিনি বলেন, এমন বহু অভিনয় শিল্পীকেই দেখা যাবে যারা কোনও নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে।

এ বিষয়েই কারিনা বলেন, আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলো দেখতেই ভালোবাসি। আমার মনে হয় এতে আমাকে আরও আবেদনময়ী দেখতে লাগে। আমি তো এই মধ্য চল্লিশে এসে আরও বেশি সুখী মনে করি নিজেকে, অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়ে যায়নি, আর আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি।

গেল বছর কারিনাকে দেখা গেছে ‘বাকিংহাম মার্ডারস’ এবং ‘সিংহম আগেন’ সিনেমায়। এরপর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের সিনেমাতে। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। এদিকে কারিনা নিজেই জানিয়েছেন, বড় ব্যানারের দক্ষিণী সিনেমাতে কাজ করতে যাচ্ছেন তিনি।

ট্যাগস :
জনপ্রিয় সংবাদ

কুবির শিক্ষকের বিরুদ্ধে উত্তরসহ প্রশ্নফাঁসের অভিযোগ; পরীক্ষা স্থগিত

আমি এখনো আবেদনময়ী: কারিনা

আপডেট সময় : ১১:৩৪:১৯ পূর্বাহ্ণ, বুধবার, ১২ মার্চ ২০২৫
বলিউডের নায়িকা কারিনা কাপুর খান। ৪৫ ছুঁইছুঁই বয়সে নাকি ২৫-৩০ বছরে তিনি যেমন ছিলেন তার থেকে আরও বেশি ভালো আছেন।

সম্প্রতি কারিনার সঙ্গে দেখা হয়েছিল প্রাক্তন প্রেমিক শাহীদ কাপুরের। অনুষ্ঠান মঞ্চে পরস্পর কথা বলেছেন, হাসাহাসি করেছেন। এমনকি জড়িয়েও ধরেছেন একে অপরকে।

বেশ কয়েক বছরের সম্পর্ক তাদের ভেঙে গিয়েছিল ২০০৭ সালে ‘জব উই মেট’ সিনেমার পর। হিসাব বলছে তখন কারিনার ২৭ বছর বয়স। ২০১২ সালে তিনি বিয়ে করেন সাইফ আলি খানকে। আর এবার কারিনা বললেন, তখন আমি যেমন ছিলাম, এখন তার চেয়ে বেশি সুখী।

সম্প্রতি হলিউড অভিনেত্রী জিলিয়ন অ্যান্ডারসনের সঙ্গে এক একান্ত কথোপকথনে পাওয়া যায় কারিনাকে। সেখানেই কথা প্রসঙ্গে উঠে আসে তারকাদের ‘কসমেটিক সার্জারি’র প্রসঙ্গ। জিলিয়ন দাবি করেন, চলচ্চিত্র জগৎ তাদের বাধ্য করছে এ ধরনের কৃত্রিম পদ্ধতি অবলম্বন করতে।

তিনি বলেন, এমন বহু অভিনয় শিল্পীকেই দেখা যাবে যারা কোনও নির্দিষ্ট বয়সে নিজেদের চেহারাকে বেঁধে ফেলতে চেয়েছেন। তার জন্য আবার নানা রকম কথাও শুনতে হয়েছে।

এ বিষয়েই কারিনা বলেন, আমার মনে হয় এটা ব্যক্তিগত পছন্দের বিষয়। আমি তো ওই বলিরেখাগুলো দেখতেই ভালোবাসি। আমার মনে হয় এতে আমাকে আরও আবেদনময়ী দেখতে লাগে। আমি তো এই মধ্য চল্লিশে এসে আরও বেশি সুখী মনে করি নিজেকে, অন্তত ২০-৩০ বছরে যেমন ছিলাম, তার চেয়ে। এই স্বাভাবিক প্রক্রিয়াকে মেনে নিতে চাই। এখনও অতটা বয়স হয়ে যায়নি, আর আমি এখনও দুনিয়া কাঁপাতে পারি।

গেল বছর কারিনাকে দেখা গেছে ‘বাকিংহাম মার্ডারস’ এবং ‘সিংহম আগেন’ সিনেমায়। এরপর তাকে দেখা যাবে মেঘনা গুলজারের সিনেমাতে। সিনেমার নাম এখনও ঠিক হয়নি। এদিকে কারিনা নিজেই জানিয়েছেন, বড় ব্যানারের দক্ষিণী সিনেমাতে কাজ করতে যাচ্ছেন তিনি।