নিউজ ডেস্ক:
মানুষের সমস্ত শরীর সবসময় জামা কাপড় দিয়ে ঢাকা থাকলেও হাত ও পা দুটোই বেশিরভাগ সময়ই খানিকটা অনাবৃত থাকে। আর তাই রোদ,তাপ ও ধুলোবালির সকল ধকলই যায় এই বেচারা হাত ও পায়ের উপর দিয়ে। কাঁচা দুধ হাত ও পায়ের কালচে ভাব দূর করে ফর্সা করে তুলতে ভীষণ কার্যাকারি একটি উপাদান।
উপকরণ
আধ কাপ কাঁচা দুধ।
ব্যবহার পদ্ধতি
এক টুকরো তুলো কাঁচা দুধে ভিজিয়ে সেটা হাতে পায়ে মেখে বসে থাকুন অন্তত ১০ মিনিট। এটি ভালো ভাবে শুকিয়ে গেলে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এভাবে প্রতিদিন ব্যবহার করতে থাকলে আপনি কয়েকদিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত উজ্জ্বল ফর্সা হাত-পা।
লেবুর রসে থাকা সাইট্রিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে সাহায্য করে। তাই হাত ও পায়ে নিয়মিত লেবুর রস ব্যবহার করলে হাত পয়ের ত্বকও হয়ে উঠবে মুখের মতই উজ্জ্বল।
উপকরণ
৩-৪ ফোটা লেবুর রস।
ব্যবহার পদ্ধতি
লেবুর রসে এক টুকরো তুলো ভিজিয়ে হাতে আর পায়ে লাগিয়ে ১০/১৫ মিনিট পর ঠান্ডা পানিতে ধুয়ে নিন। তবে এই কাজটি অবশ্যই আপনাকে রাতের বেলায় করতে হবে। কারণ,লেবুর রস লাগিয়ে আপনি রোদের মধ্যে গেলে হিতে বিপরীত হতে পারে। ত্বকের রঙ ফর্সা হওয়ার বদলে উল্টো কিন্তু কালো হয়ে যেতে পারে! সুতরাং সাবধান।