সর্বোচ্চ আদালত খুলছে ২ জানুয়ারি : হাইকোর্টের ৫১ বেঞ্চ পুনর্গঠন

0
38

নিউজ ডেস্ক:

গত ১৮ ডিসেম্বর থেকে আগামী ১ জানুয়ারি পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশ শেষে ২ জানুয়ারি খুলছে সর্বোচ্চ আদালত সুপ্রিমকোর্ট।

ইতোমধ্যে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের ৫১টি বেঞ্চ পুনর্গঠন করেছেন। বেঞ্চ গঠনের বিজ্ঞপ্তি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে। আগামী ২ জানুয়ারি থেকে এটি কার্যকর করা হবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

৫১টি বেঞ্চ হচ্ছে- বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. মিজানুর রহমান ভূঞার একক বেঞ্চ, বিচারপতি সৈয়দ এ বি মাহমুদুল হক ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি তারিক-উল হাকিম ও বিচারপতি মো. ফারুক (এম. ফারুক) সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি ফরিদ আহাম্মদের একক বেঞ্চ, বিচারপতি শামীম হাসনাইনের একক বেঞ্চ, বিচারপতি এ এফ এম আব্দুর রহমানের একক বেঞ্চ, বিচারপতি মো. আবু তারিকের একক বেঞ্চ, বিচারপতি জিনাত আরা ও বিচারপতি এ কে এম জহিরুল হকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মুহাম্মদ আবদুল হাফিজের একক বেঞ্চ, বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. মিফহাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এ এন এম বসির উল্লাহর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফরিদ আহমদ শিবলীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি আশীষ রঞ্জন দাসের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি ফজলুর রহমানের একক বেঞ্চ, বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহাসানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. রইস উদ্দিনের একক বেঞ্চ, বিচারপতি মো. ইমদাদুল হক আজাদের একক বেঞ্চ, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি শেখ আবদুল আউয়াল ও বিচারপতি মো. খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি এস এম এমদাদুল হক ও বিচারপতি কাশেফা হোসেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মাহমুদুল হকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি এ এ কে এম আবদুল হাকিম ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে ডিভিশন গঠিত বেঞ্চ, বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি এম. মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি আমির হোসেনের সমন্বয়ে ডিভিশন গঠিত বেঞ্চ, বিচারপতি সৌমেন্দ্র সরকার ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি আবু বকর সিদ্দিকী ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. নূরুজ্জামান ও বিচারপতি এস এইচ মো. নূরুল হুদা জায়গীরদারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরীর একক বেঞ্চ, বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. রেজাউল হাসানের একক বেঞ্চ, বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. শওকত হোসেন, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে বিশেষ বেঞ্চ, বিচারপতি আবদুর রব ও বিচারপতি ভবানী প্রসাদ সিংহের ডিভিশন বেঞ্চ, বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকীর একক বেঞ্চ, বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ, বিচারপতি ভবানী প্রসাদ সিংহর একক বেঞ্চ এবং বিচারপতি রাজিক আল জলিলের একক বেঞ্চ বিচার কাজ পরিচালনা করবেন। এসব বেঞ্চকে সুনির্দিষ্ট বিচারিক এখতেয়ার দেয়া হয়েছে।

১৮ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি পর্যন্ত সরকার ঘোষিত ছুটি, সাপ্তাহিক ছুটি এবং কোর্টের অবকাশের ফলে সর্বোচ্চ আদালতে নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকছে। তবে এ সময়ে জরুরি বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রিমকোর্টের উভয় বিভাগে অবকাশকালীন বেঞ্চ বিচার কার্যক্রম পরিচালনা করছে। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বিচারিক এখতিয়ার দিয়ে হাইকোর্ট বিভাগে অবকাশকালীন বিভিন্ন বেঞ্চ গঠন করে দেন। আপিল বিভাগের চেম্বার কোর্টে তারিখ ও সময় নির্ধারন করে দিয়ে আদালত নির্ধারন করে দেয়া হয়। আগামী ২ জানুয়ারি থেকে যথারীতি নিয়মিত বিচারিক কার্যক্রম শুরু হবে।