আরফান আলী, শেরপুর জেলা প্রতিনিধি:
শেরপুর জেলার একমাত্র উচ্চ শিক্ষার বিদ্যাপীঠ শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীদের স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে মেডিক্যাল সেন্টার।
বুধবার (১লা জানুয়ারি) দুপুরে কলেজ ক্যাম্পাসে এ সেন্টারের উদ্বোধন করা হয়। যেখানে বিনামূল্যে অভিজ্ঞ ডাক্তারের সাহায্যে সেবা নিতে পারবেন অত্র কলেজের চলমান শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা ও কর্মচারী।
উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) প্রফেসর শাহ কামাল উদ্দীন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর সিভিল সার্জনের প্রতিনিধি ডা: মোবারক হোসেন, মেডিক্যাল সেন্টার প্রতিষ্ঠা ও উদ্বোধন কমিটির আহবায়ক প্রফেসর উত্তম কুমার নন্দী।
রোগী দেখবেন ডা: সুশীল চন্দ্র সূত্রধর, এমবিবিএস (ঢাকা) উপপরিচালক (অব) মা-শিশু স্বাস্থ্য প.প।
স্বাস্থ্যসেবা পাওয়ার জন্য শিক্ষার্থীদের কলেজ পরিচয় পত্র প্রদর্শন করতে হবে। প্রতি সোমবার ও বুধবার সকাল ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত রোগী দেখা হবে।
মেডিক্যাল সেন্টার উদ্বোধনী দিনে ২০ জন শিক্ষার্থী ও কর্মচারীরা স্বাস্থ্যসেবা নেন।