রাজধানীতে গৃহবধূর আত্নহত্যা !

0
35

নিউজ ডেস্ক:

রাজধানীর শাহজাহানপুরের শান্তিবাগ এলাকায় আয়শা রহমান (৩৫) নামে এক গৃহবধূ গলায় ফাঁস লাগিয়ে আত্নহত্যা করেছেন। সোমবার রাত সাড়ে ৯টার দিকে শাহাজাহানপুর শান্তিবাগ এলাকার ৭ তলার বাড়ির ৫ তলায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহত আয়শার স্বামী নিল্লুর রহমান জানান, আয়শা সবার অগোচরে বাসার দরজা আটকিয়ে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে মুম‍ূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত ১১টায় আয়শাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ বক্সের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।