ময়মনসিংহে সড়ক দুর্নিঘটনা নিহত ১, সড়ক অবরোধ!

0
44

নিউজ ডেস্ক:

ময়মনসিংহের ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হাজির বাজার নামক স্থানে বাস চাপায় সোবাহান (৩৫) নামে এক অটো চালক এর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকালে রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী বাসের চাপায় এ ঘটনা ঘটে।

এই ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে প্রায় একঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে ভালুকা মডেল থানার ওসি তদন্ত হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এতে পুনরায় যানবাহন চলাচল স্বাভাবিক হয়। নিহত অটো চালক উপজেলার গাদুমিয়া গ্রামের আবেদালী গাজীর ছেলে।