বর্ষার আগমনে যমুনায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে বোয়াল মাছ

0
28

 নজরুল ইসলাম, জেলা প্রতিনিধি:

সিরাজগঞ্জের চৌহালীর যমুনা নদীতে ঝাঁকে ঝাঁকে ছোট-বড় বোয়াল মাছ ধরা পড়ছে।
শুক্রবার সন্ধ্যায় যমুনায় ছোরা দিয়ে মাছ ধরার সময় স্থানীয়দের জালে এ বোয়াল মাছগুলো ধরা পড়ে। তারা কাঁধে করে মাছগুলো বাড়িতে নিয়ে আসে। সকালে বড় আকারের এতোগুলো বোয়াল মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে তা এক নজর দেখার জন্য মানুষের ভিড় জমে যায়। মাছগুলো দেখে অনেকেই দরদাম করতে থাকেন। কিন্তু মাছগুলো বিক্রি না করে ভাগ বাটোয়ার করে নেন জেলেরা।

স্থানীয়রা বলেন, শুক্রবার বিকেলে আমরা ১০ জন লোক শখের বশে খাষপুকুরিয়া গ্রাম দিয়ে প্রবাহিত যমুনা নদীতে আষাঢ়ে বোয়াল ধরার জন্য যাই। মাছ ধরার সরঞ্জামাদি জাল, ছোরা পেতে নদীতে ওঁৎ পেতে থাকি। এর কয়েক ঘণ্টার ব্যবধানে একে একে ১০টি বোয়াল মাছ ধরতে সক্ষম হই।

এদিকে চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা তানভীর হাসান মজুমদার বলেন, বাংলাদেশ মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন নদ নদীর মাছ সংরক্ষণের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করায় এখন পর্যাপ্ত মাছ ধরা পড়ছে। এ পদক্ষেপের কারণেই এখন যমুনা নদীতে বিভিন্ন ধরনের বড় বড় মাছ ধরা পড়বে । এ কারণেই যমুনা নদী থেকে একসাথে এতগুলো বোয়াল মাছ ধরা পড়েছে।