নিউজ ডেস্ক:
বরিশালের ঝালকাঠী জেলার নলছিটি উপজেলার দপদপিয়ায় কীর্তনখোলা নদীর তীরবর্তী ডকইয়ার্ডে প্রায় নির্মাণ সম্পন্ন হওয়া একটি ওয়াটার বাস আগুনে ভস্মিভূত হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নির্মাণাধীন ওই ওয়াটারবাসটিতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনের সংবাদ পেয়ে বরিশাল এবং ঝালকাঠীর নৌ ও স্থল ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় ২ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে।
১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত ওয়াটারবাসটির ৩টি ফ্লোরে আগুন লেগে সকল ফিটিংস, চেয়ার, ইঞ্জিনসহ ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন নির্মাণকারী প্রতিষ্ঠান নিজাম শিপিং লাইন্সের সত্ত্বাধিকারী বরিশাল মেটোপলিটন চেম্বারের সভাপতি মো. নিজাম উদ্দিন মৃধা। অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. শামীম আহসান চৌধুরী।
আগুন লাগার ১৫ মিনিট আগে বিদ্যুত চলে যাওয়ায় এ ঘটনায় রহস্যের আলামত পাওয়ার কথা জানিয়েছেন স্থানীয়রা। নিজাম উদ্দিন মুঠোফোনে জানান, গত মঙ্গলবার রাতে ডকইয়ার্ডের অদুরে একটি মসজিদে শ্রমিক-কর্মচারীরা তারাবিহ্ নামাজ আদায় করছিলেন। হঠাৎ তারা দেখেন দাউ দাউ করে আগুন জ্বলছে। অগ্নিকাণ্ডে ক্ষতির পরিমান জানাতে না পারলেও তিনি বলেছেন, ওয়াটার বাসটি প্রায় পরিত্যাক্ত হয়ে গেছে।
নিজাম শিপিং লাইন্সের ডকইয়ার্ডে ভস্মিভূত এডভেঞ্চার-৬ ওয়াটারবাসটি ছাড়াও এডভেঞ্চার-৫ নামে আরেকটি ওয়াটারবাস এবং এমভি এডভেঞ্চার-৯ নামে একটি বিশাল নির্মাণাধীন জাহাজ রয়েছে। ভস্মিভূত এডভেঞ্চার-৬ ঢাকা-বরিশাল নৌপথে দিবা সার্ভিসে ঈদের আগেই নামানোর কথা ছিল।
বরিশাল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. শামীম আহসান চৌধুরী জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে বরিশাল ও ঝালকাঠী ফায়ার সার্ভিসের নৌ ও স্থলের ৬টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তিনি বলেন, অগ্নিকাণ্ডের কারণ প্রাথমিকভাবে জানা সম্ভব হয়নি।
নাশকতা কিনা জানতে চাইলে শামীম আহসান চৌধুরী বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতা বলা যাবে না। কারণ সেরকম কোন প্রমান পাওয়া যায়নি। তাছাড়া যে ডকইয়ার্ডটিতে বিপুল ব্যয়ে একসঙ্গে ৩টি জাহাজ নির্মিত হচ্ছিল সেখানে তেমন কোন নিরাপত্তা ব্যবস্থা কিংবা ক্লাজ সার্কিট ক্যামেরাও ছিল না। উপ-পরিচালক শামীম আহসান চৌধুরী বলেন, ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উর্ধ্বতন কর্তৃপক্ষ তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছেন।
নিজাম উদ্দিন সাংবাদিকদের বলেন, গত কয়েকদিন ধরে গণমাধ্যমে তার নির্মাণাধীন বিলাসবহুল ২টি নৌযান যাত্রী সেবায় নামানোর সংবাদ প্রকাশিত হচ্ছিল। এতে ইর্শ্বান্বিত হয়ে কোন মহল নাশকতা করতেও পারে বলে তার সন্দেহ।