এই দিনটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত হয় পতাকা উত্তোলন দিবস উদযাপন অনুষ্ঠান ২০২৫। এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেন, ঐতিহাসিক বিষয়ে কারো রাজনৈতিক পরিচয় মুখ্য নয়, ইতিহাস যারা নির্মাণ করেন, তারা সকল কিছুর ঊর্ধ্বে।
এসময় তিনি আরও বলেন, এখনও দেশ ও জাতিকে অস্থিতিশীল করার সবরকম প্রচেষ্টা চলছে। তাই এই মুহূর্তে আমাদের ঐক্যবদ্ধ থাকা জরুরি।
উল্লেখ্য, পাকিস্তানি শাসকগোষ্ঠীর শোষণ, অন্যায়, অত্যাচার, অবিচারের বিরুদ্ধে তৎকালীন ডাকসু নেতাদের উদ্যোগে ২ মার্চ সাড়া দিয়েছিলো আমজনতা। বাংলাদেশের প্রথম এই জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস। তার নকশা দেশের বর্তমান পতাকাকেও অনুপ্রাণিত করেছে। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের প্রথম মানচিত্র খচিত পতাকার নকশা করেন।