জাতিসংঘের মহাসচিব আন্তেনিও গুতেরেস পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বিশ্বের সব মুসলমানদের এক ভিডিও বার্তায় শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্তা আনাদোলু।
বার্তাসংস্থাটি বলছে, জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বৃহস্পতিবার আসন্ন পবিত্র রমজান মাসের জন্য বিশ্বজুড়ে মুসলমানদের জন্য তার উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন। ভিডিও বার্তায় তিনি বলেন, বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজান মাস পালন শুরু করতে চলেছেন এবং এই উপলক্ষ্যে আমি তাদেরকে আমার উষ্ণ শুভেচ্ছা পাঠাচ্ছি।
তিনি আরও উল্লেখ করেছেন, রমজান সহানুভূতি, সহমর্মিতা এবং উদারতার মূল্যবোধকে বাস্তব রূপ দান করে।
জাতিসংঘের প্রধান বলেন, রমজান হলো পরিবার এবং সম্প্রদায়ের মধ্যে পুনরায় সংযোগ স্থাপনের একটি সুযোগ এবং কম ভাগ্যবানদের স্মরণ করারও একটি সুযোগ। গাজা এবং এর বাইরেও বিস্তৃত অঞ্চল যেমন— সুদান, সাহেল এবং তার বাইরে বিভিন্ন অঞ্চলের দিকে ইঙ্গিত করে গুতেরেস বলেছেন, ‘যারা বাস্তুচ্যুতি এবং সহিংসতার মধ্যে এই পবিত্র সময়টি কাটাবেন, আমি তাদের সহায়তার জন্য একটি বিশেষ বার্তা প্রকাশ করতে চাই। আমি সেইসব ভুক্তভোগী মানুষের সাথে আছি।’
তিনি বলেন, আমি শান্তি ও পারস্পরিক সম্মানের আহ্বান জানাতে রমজান পালনকারীদের সঙ্গে যোগ দিচ্ছি। রমজান মাসে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ পরিদর্শনে তার বার্ষিক ঐতিহ্যের কথা স্মরণ করে তিনি বলেন, ‘এই কাজগুলো বিশ্বকে ইসলামের আসল চেহারা মনে করিয়ে দেয়।’