ভারত শাসিত জম্মু-কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে মুহুর্মুহু গুলি চালানো হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জম্মু-কাশ্মীরের রাজৌরি জেলায় এ হামলা হয়। পরে পাল্টা জবাব দেন সেনা সদস্যরা।
ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, এদিন সেনাবাহিনীর টহলরত গাড়ি জম্মুর রাজৌরি জেলায় সুন্দেরবানি এলাকা দিয়ে যাচ্ছিল। এ সময় একদল দুষ্কৃতী গাড়িতে গুলি চালায়। সঙ্গে সঙ্গে সেনাবাহিনী পুরো এলাকা ঘিরে ফেলে তল্লাশি চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত হাতাহতের কোনো খবর মেলেনি।
মূলত গত কয়েক মাস ধরে জম্মু-কাশ্মীরে একের পর এক সশস্ত্র হামলার ঘটনা ঘটছে। সম্প্রতি অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার মৃত্যুর জেরে জম্মু-কাশ্মীরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালিয়ে কয়েক শত নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।
এদিকে, কয়েকদিন আগে জম্মু ও কাশ্মীরের সোপোরের জালোরা গুজ্জরপতি এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে দুষ্কৃতিকারীদের গুলির লড়াইয়ে এক জওয়ানের মৃত্যু হয়। সম্প্রতি গুলমার্গেও সেনা সদস্যদের গাড়িতে হামলা হয়। এতে দু’জন জওয়ান এবং বাহিনীর দুই মালবাহকের মৃত্যু হয়েছিল।