গেল মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান সূত্রে জানা গেছে, টেসলার সিইও ইলন মাস্কের ইউরোপীয় রাজনীতিতে বারবার হস্তক্ষেপের কারণে এই পতন ঘটেছে।
জানুয়ারিতে টেসলা ইউরোপে মাত্র ৯,৯৪৫টি গাড়ি বিক্রি করেছে, যা গত বছরের একই সময়ে বিক্রি হওয়া ১৮,১৬১টি গাড়ির তুলনায় ৪৫ শতাংশ কম। এর ফলে ইউরোপের গাড়ি বাজারে টেসলার শেয়ার এক দশমিক আট শতাংশ থেকে এক শতাংশে নেমে এসেছে।
গার্ডিয়ান জানায়, মাস্কের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার সম্পর্কের কারণে ইউরোপীয় ভোক্তাদের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। সম্প্রতি, মাস্ক জার্মানির কট্টর-ডানপন্থী দল এএফডিকে সমর্থন জানান এবং দলটির সহ-নেতা অ্যালিস ওয়েইডেলকে ফোন করে অভিনন্দনও জানান। এটি জার্মানির অন্যান্য রাজনৈতিক দলগুলোকে অসন্তুষ্ট করেছে, এবং চ্যালেন্সর-ইলেক্ট ফ্রিডরিখ মের্জও এর তীব্র সমালোচনা করেছেন।