মাসুদ রানা কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও জাতীয়বাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. আনম এহছানুল হক মিলন বলেছেন, ফ্যাসিস্ট হাসিনা সরকার এদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। শিক্ষায় জাতি উন্নত হলে অন্য দেশের উপর আর নির্ভর করতে হয় না। আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে নৈতিক শিক্ষার প্রতি গুরুত্ব দেয়া হবে। তিনি আরো বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে অচিরেই নির্বাচন দরকার। যত দ্রুত সম্ভব রাষ্ট্র সংস্কার প্রয়োজন। সংস্কার হলে দ্রুত নির্বাচন প্রয়োজন। আওয়ামী লীগ সরকার এদেশর মানুষের ভোটের অধিবার হরণ করেছে। তাই এই গণতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। তিনি শনিবার বিকালে চাঁদপুরের কচুয়ার সাচার উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপি উত্তর অঞ্চলের উদ্যোগে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যের এ কথা বলেন।
ইউনিয়ন বিএনপির সভাপতি আলাউদ্দিন আখন্দের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সভাপতি বিল্লাল হোসেন বাবু ও সাধারন সম্পাদক মো. সোহেল রানার যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী বিএনপি মহিলা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি নাজমুন নাহার বেবী,উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহজালাল প্রধান,উপজেলা বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন,কচুয়া উপজেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক ও উত্তর আঞ্চলিক সমাবেশের প্রধান সমন্বয়ক মো. ইউসুফ মিয়াজী,উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী,যুগ্ন সাধারন সম্পাদক মাসুদ এলাহী সুবাস ও সাংগঠনিক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম প্রমুখ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সভাপতি আব্দুস সালাম শান্ত,সহ-সভাপতি শাখাওয়াত হোসেন,সাধারন সম্পাদক হাবিবুন নবী সুমন,সাংগঠনিক সম্পাদক শাহীন পাটোয়ারী,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তাফাজ্জল হোসেন,সাধারন সম্পাদক মাসুদ রানা মিয়াজী,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ,সহ-সভাপতি তাজুল ইসলাম,শামীম হোসেন,সাধারন সম্পাদক সাইফুল ইসলাম পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান জুয়েল প্রমুখ। এসময় বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ছবি: কচুয়ায় উত্তর অঞ্চলীয় বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন।