প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর ITU T.W.A

0
56

নিউজ ডেস্ক:

ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) ওয়ার্ল্ড অ্যাওয়ার্ড-২০১৬ প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করেছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। সোমবার সকালে মন্ত্রিপরিষদ বৈঠক শুরুর আগে তিনি এ পুরস্কারটি হস্তান্তর করেন। সচিবালয়ে মন্ত্রিসভা কক্ষে বৈঠক চলছে।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম গত ১৩ থেকে ১৭ নভেম্বর থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আইটিইউ টেলিকম ওয়ার্ল্ড ২০১৬ আর্থ সামাজিক প্রভাব বিবেচনায় বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ প্রকল্পকে এ পুরস্কার দেওয়া হয়। আইটিইউর সেক্রেটারি জেনারেলের কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন তারানা হালিম।

প্রধানমন্ত্রীর সুদক্ষ নেতৃত্ব এবং দিক নির্দেশনায় বাংলাদেশ এই পুরস্কার অর্জন করেছে বলে ওই অনুষ্ঠানে আইটিইউর সেক্রেটারি জেনারেল জানান।