নিউজ ডেস্ক:
ঘন কুয়াশার কারণে আজ ভোর সাড়ে ৬টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে বন্ধ হওয়া ফেরি চলাচল ১ ঘণ্টা পর পুনরায় স্বাভাবিক হয়েছে। ভোর সাড়ে ৭ টা থেকে ফের ওই নৌরুটে ফেরিসহ সকল প্রকারের নৌযান চলাচল শুরু করেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
পাটুরিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক সালাউদ্দিন হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তবে নৌপথে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাটের উভয় পাড়ে চার শতাধিক যানবাহন নৌরুট পারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি।