নিউজ ডেস্ক:
নারায়ণগঞ্জ শহরের জামতলায় প্রতারণার অভিযোগে ভুয়া কর্ণেল পরিচয় দেওয়া এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত সেই ব্যাক্তির নাম একে এম মঈন আজিজ ওরফে সুজন (৪৯)। এ সময় তার বাড়িতে তল্লাশি করে ৩০টি মোবাইল ফোন, তিনটি ল্যাপটপসহ কম্পিউটারের সরঞ্জামাদি জব্দ করা হয়।
গতকাল মঙ্গলবার বিকেলে শহরের জামতলা ধোপাপট্টি এলাকা থেকে তাকে আটক করা হয়। মঈন আজিজ জামতলা ধোপাপট্টির মৃত আব্দুল আজিজের ছেলে।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঈন আজিজ নিজেকে কখনও সেনা বাহিনীর কর্ণেল, কখনও পুলিশের এসপি পরিচয় দিয়ে বিভিন্ন লোকদের সঙ্গে প্রতারণা করে আসছিলো। সম্প্রতি এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতে জামতলা তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
তিনি আরও বলেন,মঈন আজিজ সুজন জামতলার ৪তলা বিল্ডিংয়ের মালিক হলেও সে মূলত বেকার। কোনো কাজ কর্ম না করে নিজেকে কর্ণেল পরিচয়ে মানুষের সঙ্গে প্রতারণা করাটাই তার কাজ। আর সে কর্ণেল না হয়েও তার টেলিফোন বিলে তার নামে আগে লে. কর্ণেল উল্লেখ করা হয়েছে তার প্রমাণ পাওয়া গেছে। তার বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।