আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্য়ায় অন্যতম সমন্বয়ক সারজিস আলমের দেয়া এসব আশ্বাসে এ কর্মসূচী প্রত্যাহার করেন তারা।
সারজিস বলেন, আজ সরকারে ছাত্রদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন, আগামীকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের সাথে আবারও বসবে শহীদ পরিবার। তার পরদিন রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন তারা।
সারজিস বলেন, আগামী রোববার শহীদ পরিবারের সকল যৌক্তিক দাবি মানা হবে। তাদের দাবিদাবা পূরণের জন্য যা করা দরকার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তাই করবে বলে আশ্বাস দেন তিনি।
তিনি বলেন, আমাদের যারা আহত যোদ্ধা রয়েছেন তাদের ফাউন্ডেশনে যে আর্থিক সহযোগিতা দিয়েছে সেটা যথেষ্ট নয়। তা দিয়ে হয়তো কয়েকমাস চলতে পারে। এটা সমাধান নয়। তাই সমাধান হতে পারে এমন কিছু করতে হবে সরকারকে।
শহীদ পরিবারের পাশে অন্তর্বর্তী সরকার যেভাবে দাড়ানোর কথা ছিল সেভাবে দাড়াতে পারেনি উল্লেখ করে হাসনাত বলেন, সরকার কাজ করছে কিন্তু আরও দ্রুত করতে হবে।
শহীদ পরিবারের পক্ষ থেকে রবিউল আলম পিয়াস দুঃখ প্রকাশ করে বলেন, জনভোগান্তির জন্য আমরা ভীষণ দুঃখিত। আমাদের সাথে মুখপাত্র সারজিস আলম কথা বলেছেন। আজকে সরকারের প্রতিনিধি আমাদের সাথে বসবে। রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে আন্দোলনে আমাদের প্রথম সারির শহীদ পরিবারের প্রতিনিধিদল দেখা করবেন। এই আশ্বাসে আমরা আমাদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করলাম।