ঢাবির অধীনে থাকছে না সাত কলেজ

0
12

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজে অধিভুক্তি বাতিল হচ্ছে। নতুন করে ২০২৪-২৫ সেশনে শিক্ষার্থী ভর্তি করা হবে না। বর্তমানে যাদের কোর্স বাকি আছে, তাদেরটা ঢাবির অধীনেই শেষ হবে।

আজ সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে উপাচার্যের কার্যালয়ের সভাকক্ষে সাত কলেজের অধ্যক্ষদের সঙ্গে ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নিয়াজ আহমদ খান বলেন, সম্মানজনক পৃথকীকরণের সিদ্ধান্ত হয়েছে। ২০২৪-২৫ চলতি শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সাত কলেজের অধিভুক্তি বাতিল, নতুন করে আর সাত কলেজের কোনো শিক্ষার্থী ঢাবির অধিভুক্ত হবে না।

তিনি আরও বলেন, ২০২৪-২৫ সেশন থেকে ৭ কলেজে আসন সংখ্যা, ভর্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় গঠিত যে কমিটি আছে তারাই সিদ্ধান্ত নেবে। পুরনো বা চলতি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম শেষ করতে আন্তরিক ভূমিকা পালন করবে ঢাবি প্রশাসন।