ঝালকাঠি নাগরিক ফোরামের উদ্যোগে করোনা প্রতিরোধে মাক্স  ও লিফলেট বিতরণ

0
167

রিপোর্ট : ইমাম বিমান

ঝালকাঠিতে নাগরিকদের সমস্যা নিয়ে কথা বলা এবং নাগরিক সচেতনতায় কাজ করা অন্যতম সংগঠন ” ঝালকাঠি নাগরিক ফোরাম ” এর উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে গ্রামীন পল্লী এলাকায় বৃদ্ধ, শিশু, ছাত্র ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে মাক্স  বিতরন সহ সচেতনতা এবং প্রতিরোধে সতর্কতা মূলক লিফলেট বিতরণ করেছে ঝালকাঠি নাগরিক ফোরাম জেলা কমিটির নেতৃবৃন্ধ সহ ইউনিয়ন শাখা নেতৃবৃন্দ।
এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকালে ঝালকাঠি সদর উপজেলার বাউকাঠি বাজার, পাজিপুথিপাড়া হাট, শতদশকাঠি ও ভীমরুলি এলাকায় বিশেষ করে বৃদ্ধ, শিশু, ছাত্র ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে মাক্স ও সচেতনতা – সতর্কতামূলক লিফলেট বিতরন করেন। এ সময়
ঝালকাঠি নাগরিক ফোরামের সহ সাধারণ সম্পাদক ও শহীদ রাজা ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক অমরেশ রায় চৌধুরী, ঝালকাঠি নাগরিক ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক ও রমজানকাঠি কারিগরি ও কৃষি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, উপপ্রচার সম্পাদক সাংবাদিক ইমাম হোসেন বিমান, সংগঠনের সদস্য ও চামটা মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: মেহেদি হাসান,সদস্য, মো: মোশারেফ হোসেন, মুজিবর রহমান, রমেশ পাল, গৌতম দাস, কমলেস হালদার  ঐক্যবদ্ধ ভাবে মাক্স ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন।