চাঁদপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত ১

0
21

নিউজ ডেস্ক:

চাঁদপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম বা পরিচয় জানা যায়নি। এ সময় পুলিশের ৩ সদস্য আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার ভোররাতে শাহরাস্তি উপজেলায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১টি পাইপগান, ৬ রাউন্ড কার্তুজ ও ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।

পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে সূচীপাড়া (দঃ) ইউনিয়নের শিকুটিয়া ব্রীজের কাছে গেলে অজ্ঞাতরা পুলিশের উপর গুলি চালায়। এ সময় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়।