চলচ্চিত্র পরিচালকদের নির্বাচন ৩০ ডিসেম্বর !

0
50

নিউজ ডেস্ক:

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন ৩০ ডিসেম্বর। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তিনটি প্যানেল। নির্বাচনকে ঘিরে তাই এখন পরিচালকদের আনাগোণায় মুখর এফডিসির পরিচালক সমিতি।

২০১৭-১৮ এই দুই বছর মেয়াদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে সোহানুর রহমান ও রায়হান মুজিব প্যানেল, মুশফিকুর রহমান গুলজার ও বদিউল আলম খোকন প্যানেল এবং আমজাদ হোসেন ও জাকির হোসেন রাজু প্যানেল। কার্যনির্বাহী পরিষদের আটটি পদ এবং নয়টি সদস্য পদে লড়বেন তিন প্যানেলের ১৭ জন প্রার্থী।

দুজন স্বতন্ত্র প্রার্থীও লড়বেন কার্যনির্বাহী পদে। নির্বাচনের জন্য প্রকাশ করা হয়েছে ৩৬৮ জনের চূড়ান্ত ভোটার তালিকা। ৩০ ডিসেম্বর এফডিসিতে অনুষ্ঠিত হবে এই নির্বাচন।