কানাডায় বাংলাদেশিদের অবস্থান দৃঢ় করতে বিসিসিবির সভা !

0
40

নিউজ ডেস্ক:

বাংলাদেশ বংশোদ্ভূত কানাডার বাসিন্দাদের ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গঠিত ‘বিসিসিবি’র এডমিনদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার সন্ধ্যায় কানাডার টরেন্টোর হোটেল ডি তাজ এ সভা অনুষ্ঠিত হয়। এতে অনলাইন ফোরামের মাধ্যমে কানাডার মূলধারায় প্রবাসী বাংলাদেশিদের অবস্থান সুদৃঢ় করার বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়।

প্রসঙ্গত, কানাডায় বাংলাদেশিদের সক্রিয় ফোরাম হিসেবে ‘বিসিসিবি’ কাজ করছে। বর্তমানে ফেসবুকে এই গ্রুপের সদস্য সংখ্যা ১১ হাজার ৬০০।

সভায় বিসিসিবির কার্যক্রম এবং বিভিন্ন কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন টিম বিসিসিবির প্রধান রিমন মাহমুদ। তিনি বলেন, বিসিসিবি প্রবাসী বাংলাদেশিদের প্রয়োজনীয় সহযোগিতা দেয়ার কাজ সফলভাবে করে যাচ্ছে। কিন্তু বিসিসিবির লক্ষ্য হচ্ছে, কানাডার মূলধারায় বাংলাদেশিদের উপস্থিতি জানান দেয়া। বিসিসিবি সেই লক্ষেই কাজ করে যাচ্ছে।

সভায় অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন রিজভি হাসান, মাশহুদা ইসলাম, দেওয়ান আহমেদ, শাহনাজ পরভীন, শওগাত আলী সাগর, কাজী নেমা, ফেরদৌসী সুলতানা, মীর শহরিয়ার আলম, আশরাফ সিদ্দিকী, নাহিদ আশরাফি, রাকিব হায়দার, সরকার জাহান সাদিক প্রমুখ।