নীলকন্ঠ প্রতিবেদক:
ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যার সঙ্গে নতুন নতুন কিছু রাজনৈতিক ব্যক্তির নাম শোনা যাচ্ছে বলে অভিযোগ করেছেন স্থানীয় কালীগঞ্জের আওয়ামী লীগ নেতারা। গতকাল শনিবার দুপুরে ঝিনাইদহ সদর উপজেলার নারিকেলবাড়িয়া বাজারে এমপি আনার হত্যাকারীদের শনাক্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি শেষে এক প্রতিবাদ সমাবেশে তারা এই অভিযোগ করেন।
তাদের ভাষ্য, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে হত্যা করা হয়েছে। কাজেই এই হত্যার সাথে যে বা যারাই জড়িত থাকুক না কেন তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। ঘোড়শাল ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এই প্রতিবাদ কর্মসূচিতে নাড়িকেলবাড়ীয়া আমেনা খাতুন ডিগ্রি কলেজের সভাপতি আবু শাহরিয়ার জাহেদী পিপুল, সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ মাসুদ লিল্টন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান শিবলী নোমানী, পৌর মেয়র আশরাফুল ইসলাম আশরাফ, জেলা পরিষদের সাবেক সদস্য সোহেল রানা ও রাশেদ সমশের বক্তব্য দেন