বিভাগের নাম পরিবর্তনের দাবিতে ইবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

0
9

শুভ, ইবি প্রতিনিধি।

ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়ায় পূর্ববতী বিভাগে নাম দ্রুত বাস্তবায়নের দাবি মানববন্ধন করেন জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল বিভাগের শিক্ষার্থীরা। আজ দুপুর ০২ টায় প্রশাসন ভবনের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দীর্ঘ ০৫ মাস ধরে তারা এই দাবি জানিয়ে আসছেন উক্ত বিভাগের শিক্ষার্থীরা। কিন্তু এখন পর্যন্ত সিদ্ধান্ত পৌঁছায় নাই প্রশাসন। তাই তারা বাধ্য হয়ে আজকে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। বলা হয় ২৯ তারিখের একাডেমিক কাউন্সিল এবং পরবর্তীতে সিন্ডিকেটে বিভাগের নাম পরিবর্তনের দাবির একটা অক্ষর নিয়েও যদি তালবাহানা করা হয় তার পরবর্তী দিন থেকে কুষ্টিয়া খুলনা মহাসড়ক অনির্দিষ্টকালের জন্য অবরোধ এবং দ্রুত আইনি পদক্ষেপ নিবেন বলে জানান শিক্ষার্থীরা। এছাড়াও পরবর্তীতে শিক্ষার্থীদের যে কোনো কার্যক্রমের জন্য দায়ী থাকবে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলে মন্তব্য করেন শিক্ষার্থীরা।

আজকের কর্মসূচি নিয়ে উক্ত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুর রহমান বলেন, স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে আমাদের বিভাগের নাম এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি পরিবর্তন করে জিওগ্রাফি এন্ড এনভায়রনমেন্টাল করা হয়েছে। যা অত্যন্ত ন্যাক্কারজনক এবং শিক্ষার্থীদের মানবাধিকার লঙ্ঘন জনিত একটি কাজ। আমরা দীর্ঘ ০৫ মাস ধরে বিভাগের নাম পরিবর্তন ও সেশনজট নিরসনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়ে আসছি কিন্তু এখন পর্যন্ত কোনো দৃষ্টিগত সিদ্ধান্ত নেওয়া হয় নাই। আমাদের দীর্ঘ দিন ধরে এই অফিস থেকে ঐ অফিস এবং এই টেবিল থেকে ঐ টেবিলে ঘুরানো হচ্ছে কিন্তু কাছে কাজ কোনোই এখন পর্যন্ত হয়নি। আমরা একটা বলে দিতে চাই আমাদের বিভাগের নামের পরিবর্তনের ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ হবে না। যদি দ্রুত আমাদের দাবি বাস্তবায়ন করা না হয় তাহলে আমরা দ্রুত আইনি পদক্ষেপ নিতে বাধ্য হবো।