নিউজ ডেস্ক:
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) হিসেবে চলতি বছরের ৯ অক্টোবর থেকে এ পর্যন্ত বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ হয়েছে ২১ হাজার। তবে কক্সবাজার জেলা প্রশাসনের হিসেবে এ সংখ্যা ৭ থেকে ৯ হাজার।
সোমবার সকালে সার্কিট হাউজে অনুষ্ঠিত বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভায় কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুর রহমান বলেন, ‘আইওএম’র তালিকানুযায়ী এবার ২১ হাজার রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেছে। কিন্তু আমরা বিজিবি-কোস্টগার্ডসহ বিভিন্নভাবে যে তথ্য সংগ্রহ করেছি তাতে দেখা যাচ্ছে এই হিসেব ৭ থেকে ৯ হাজার হবে। তাই আমরা আইওএম’র এই তথ্য সরকারিভাবে স্বীকার করছি না। ’
বিভাগীয় কমিশনার মো. রুহুল আমিনের সভাপতিত্বে সভায় ডিআইজি চট্টগ্রাম রেঞ্জ মোহা. শফিকুল ইসলাম, কোস্টগার্ড পূর্ব জোনের কমান্ডার শহিদুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) শংকর রঞ্জন সাহাসহ বিভাগের জেলা প্রশাসকরা উপস্থিত ছিলেন।
কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, আমরা দালালদের নজরদারিতে রেখেছি। পাশাপাশি হেফাজতে ইসলাম ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন ইসলামিক দলের সঙ্গে আলাপ আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি।
সম্প্রতি আইওএম’র কক্সবাজার অফিসের প্রধান সানজুক্তা সাহানি সাংবাদিকদের জানান, মিয়ানমারের আরাকান রাজ্যে সহিংসতা শুরুর পর নতুন করে ২১ হাজার রোহিঙ্গা শরণার্থী কক্সবাজারের বিভিন্ন এলাকায় আশ্রয় নিয়েছে।
– See more at: http://www.bd-pratidin.com/national/2016/12/19/193493#sthash.9shV2xeu.dpuf