মওদুদের স্ত্রীর রিট মামলা শুনতে বিব্রত হাইকোর্ট !

0
28

নিউজ ডেস্ক:

সিআইডি কার্যালয়ে হাজিরের জন্য দেওয়া চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে প্রাক্তন আইনমন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদের স্ত্রী হাসনা জে আহমদের দায়ের করা রিটের শুনানি গ্রহণে বিব্রত বোধ করেছেন হাইকোর্ট।
গতকাল বুধবার বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. সেলিমের হাইকোর্ট বেঞ্চ মওদুদ আহমদের স্ত্রীর রিটের শুনানিতে বিব্রত বোধ করেন।ওই কোর্টের ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি আবেদন শুনতে বিব্রত বোধ করেন।

গত ১৭ জানুয়ারি সিআইডির সহকারী পুলিশ সুপার মো. লুৎফর রহমান মার্কিন যুক্তরাষ্ট্রে ফ্ল্যাট/বাড়ি কেনার ব্যাপারে হাসনা জে আহমদকে চিঠি দেন। ওই চিঠিতে বলা হয়, বাড়ি/ফ্ল্যাট কেনার বিষয়ে দুর্নীতি দমন কমিশন জানতে চেয়েছে যে, আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে কোন মাধ্যমে অর্থ পাঠিয়েছেন এবং বাড়ি কেনার অর্থের উৎস ও বাংলাদেশ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানোর মাধ্যম সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য প্রমাণ ও কাগজসহ সিআইডি কার্যালয়ে হাজির হওয়ার অনুরোধ করা হলো।এই চিঠির পরিপ্রেক্ষিতে সিআইডিকে গত ২৩ জানুয়ারি একটি চিঠি দেন হাসনা জে আহমদ। পরদিন সিআইডির পক্ষ থেকে আরেকটি চিঠি দেওয়া হয়। এসব চিঠির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন হাসনা জে আহমদ।