বড় মিজানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর !

0
32

নিউজ ডেস্ক:

নব্য জেএমবির অস্ত্র ও বিস্ফোরক সরবরাহকারী চক্রের প্রধান মিজানুর রহমান ওরফে বড় মিজানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
রোববার ঢাকা মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস ৭ দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর দারুস সালাম থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এ রিমান্ড দেওয়া হয়। গত মঙ্গলবার রাতে তাকে বনানীর কাকলী রেল ক্রসিংয়ের কাছাকাছি একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।
এর আগে পুলিশ জানায়, গুলশানে হলি আর্টিজানে হামলায় ব্যবহৃত গ্রেনেড, পিস্তল বড় মিজানের মাধ্যমে ঢাকায় নিয়ে আসা হয়েছিল।