মেহেরপুর প্রতিনিধিঃ
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আন্ত-ইউনিয়ন জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ে খেলা উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা প্রশাসকের রুমে প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পরিমল সিংহ। সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রশিদুল মান্নাফ কবীর, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মঈনুল হাসান, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, ডিএফএ’র সভাপতি কেএম আতাউল হাকিম লাল মিয়া, সহ-সভাপতি আনোয়ারুল হক শাহী, আমঝুপি ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহামেদ চুন্নু, বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ুব হোসেন, ধানখোলা ইউপি চেয়ারম্যান আখেরুজ্জামান প্রমুখ।